আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

যেভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটি বের করবেন খুব সহজেই

আজকাল সিম কার্ডের দাম সহজলভ্য হওয়াতে আমাদের অনেকের কাছেই একাধিক অপারেটর এর সিম থাকে, কিন্তু অসুবিধা একটাই আমরা আমাদের নিজেদেরই এতগুলো মোবাইল নাম্বার
মনে রাখতে পারি না টাই আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার সিম নাম্বারটি বের করবেন

gp user

prepaid হলে: *111*8*2#
postpaid হলে *111*8*3#

Robi user- *140*2*4#

Banglalink user- *666#

Airtel user- *121*6*3#

নিজের মোবাইল নাম্বার বের করুন সহজেই

কিভাবে কোনো mp3 গানে details যোগ করবেন কোনো সফটওয়্যার ছাড়াই।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ সেভেন ব্যবহার করে কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার details যোগ করবেন।

প্রথমে আপনি যে গানগুলোতে details যোগ করতে চান সে গানগুলো windows media player এ যোগ করুন। এরপর চিত্রের দেখানো জায়গায় ক্লিক করুন ও Details ক্লিক করুন,

এবার Ctrl+A চাপুন, এবার এখানে যেকোনো একটি গানের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Edit চাপুন যেখানে যা লিখতে চান। নিচের ছবিটা খেয়াল করুন।

এবার নিজেই এডিট করুন আর মজা নিন মজা

সহজেই বাইপাস করুন বিরক্তিকর Adf.ly লিঙ্ক, আর ডাউনলোডের মজা নিন

আমরা অনেক সময়ই ডাউনলোড করতে গেলে বিরক্তিকর Adf.ly লিঙ্ক এর সম্মুখিন হই, তখন কার ভালো লাগে ৫ সেকন্ড অপেক্ষা করতে। তাই সেই বিরক্তিকর মুহূর্ত হতে আপনাদের মুক্তি দিতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Adf.ly লিঙ্ক বাইপাস করার জন্য একটা এডঅন। এটি ফায়ারফক্সের সাথে কাজ করে, প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey/ এই লিঙ্ক থেকে addon টি ডাউনলোড করে নিন, তারপর Greasemonkey addon টি আপনার Browser এ ইন্সটল করে নিন এবং Browser restart দিন।

এখন http://userscripts.org/scripts/show/69797 এই লিঙ্ক থেকে জাভাস্ক্রিপটি ইন্সটল করে আবার ব্রাউজার রিস্টার্ট দিন। এবার যেকোনো একটি Adf.ly লিঙ্ক টেস্ট করুন আর মজা নিন

এখন থেকে PDF, DOCX, PPTX, XLSX etc পড়ুন আপনার ব্রাউজারেই ডাউনলোড ছাড়াই

আমরা অনেক সময় অনেক ধরনের ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করি, এমন অনেক ফাইল আছে যা ডাউনলোড করে পড়ার জন্য আলাদাভাবে আবার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি addons যা দিয়ে আপনি আপনার ব্রাউজারেই বসেই PDF, DOC, PPT, XLS সহ অন্যান্য Google Docs পরতে পারবেন কোনো ডাউনলোড ছাড়াই। তাহলে কথা না বারিয়ে https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-docs-viewer-pdf-doc-doc এই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনার ব্রাউজারে ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট দিন আর মজা নিন মজা।

ডাউনলোড করুন Avast Internet Security 7.0.1407 + License till June 2013

কেমন আছেন সবাই ? আশা করি অনেক অনেক ভাল । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৭ । আর সাথে থাকছে ৪৭১ দিনের লাইসেন্স ।(১০০% কাজ করে,গ্যারান্টিড) ।

বলা বাহুল্য যে এতে নতুন ফিচারসহ নতুন স্কিনও সংযোগ করা হয়েছে । আসুন দেরি না করে দেখে নেই কি কি আছে নতুন এই এভাস্ট – এ ।।।



Features

*One of the most powerful antivirus solutions that you will ever have the pleasure of using comes from Avast!.

*Avast! Internet Security is a very effective software that protects your computer system against viruses, spyware, and spam.

*We liked that fact that, during installation, Avast! created a system restore point without even asking us to confirm it.

*The interface in Avast! Internet Security is very pleasant and easy to use, for both novices and advanced users.

*Here you can view the current status of your computer – firewall, real-time shields, auto updates, virus definitions version, program version, and expiration date.

*There’s also the option of switching to silent mode, and that means that Avast! will display various messages without automatically causing you to exit the fullscreen of a game you may be playing.

*Scanning can be performed either quickly or thoroughly. You can either scan the whole system, just a portion of it, or removable media.

*It takes a while to complete (in full mode), but scanning is very thorough. And yes, during this time, CPU and memory are moderately used (which is always an added bonus). Too bad the firewall function is not very strong.

*Boot-Time Scan is a special feature of Avast! that scans the operating system right before startup, making sure to clean any infected files (it doesn’t even take long), while Scan Logs displays a history of all completed scans that were either scheduled or not.

*Avast! Internet Security is a pretty complex program, so you will most likely love its many features because they solely focus on protecting your computer. Combine it with a backup and recovery system, and you have the perfect recipe for system protection!

What’s new in Avast! Internet Security 7.0.1407

· Reputation scanning via FileRep (cloud-based)
· Streaming updates
· Sandbox & Autosandbox improvements
· Remote assistance
· Browser protection improvements (including antiphishing)
· New installer
· Export/Import settings
· UI facelift
· Screensaver facelift
· Runs on Win8 Developer Preview
· Many other security and stability related fixes



ডাউনলোড করতে (ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক) -

ক্লিক করুন

লাইসেন্স ডাউনলোড করুন -

এইখান থেকে

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির রুটিন পরিবর্তন

আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিন ঘোষণার ১৩ দিনের মাথায় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে রুটিন আংশিক পরিবর্তন করেছে। গতকাল সন্ধ্যায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পরিবর্তিত রুটিন প্রকাশ করা হয়।
পরিবর্তিত রুটিন অনুযায়ী বিজ্ঞান বিভাগের ২২ ও ২৪ এপ্রিলের গণিত (তত্ত্বীয়) প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা যথাক্রমে ১৭ ও ২০ মে অনুষ্ঠিত হবে। রুটিনের অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানান আন্তঃবোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন।
আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। গত ১৬ ফেব্রুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশ করার পর রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নটর ডেম, সরকারি বিজ্ঞান, মতিঝিল আইডিয়াল, ইম্পেরিয়াল, নূর মোহাম্মদ পাবলিক, মুন্সী আব্দুর রহমান, সিটি কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা ‘আমাদের কী অপরাধ ছিল, এটা কি রুটিন না বিভীষিকা?’ ‘এ রুটিন পরিবর্তন করতে হবে’ ‘এইচএসসির রুটিন বাতিল করুন’ এরূপ নানা স্লোগান সংবলিত প্লাকার্ড, ব্যানার ও পোস্টার লিখে বিজ্ঞান বিভাগের রুটিন পরিবর্তনের দাবি জানায়। শিক্ষার্থীদের সাথে তাদের কিছু অভিভাবকও মানববন্ধনে যোগ দেন। মানববন্ধন শেষে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে রুটিন পরিবর্তনে দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এর পর দেশের বিভিন্ন স’ানেও পরীক্ষার্থীরা অনুরূপ মানববন্ধন করে।
এর পর গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা আবারো ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও এবং বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করতে গেলে তাদের পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে এবং আটজনকে আটক করে। পরীক্ষার্থীরা ঘোষণা করে আটককৃতদের মুক্তি এবং রুটিন পরিবর্তন করা না হলে আরো বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
ঢাকা বোর্ড চেয়ারম্যান পরীক্ষার্থীদের এ আন্দোলন ও দাবিকে ‘রাজনৈতিক ইন্ধন রয়েছে কি না খতিয়ে দেখা হবে’ বলে নাকচ করে দিলেও অবশেষে তিনি রুটিন পরিবর্তনের সুপারিশ পাঠান শিক্ষা মন্ত্রণালয়ে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় তা অনুমোদন দিলে সন্ধ্যায়ই তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিনে একটি বিষয়ে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত রুটিন ওয়েবসাইটে দেয়া হয়েছে বলে তিনি জানান।

Download Link

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More