আসসালামু আলাইকুম

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

এখন থেকে মেইলে লগইন করুন দ্রুত গতিতে।

মেইল চেকের সবচেয়ে বিরক্তিকর বিষয় কেনটি বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন User name, Password টাইপ http://www.blogger.com/img/blank.gifকরা। আর আপনার টাইপিং স্পীড যদি সন্তোষজনক না হয় কিম্বা ব্যাস্ততার কারনে দ্রুত User name, Password টাইপ করে Enter দিয়ে ফেলেছেন কিন্তু দুটোর কোন একটি হয়তো ভূল টাইপ করেছিলেন তখন নিজের কর্মফলের জন্য হয়তো চুল ছিড়তে ইচ্ছে করবে। তাছাড়া অনেকের বেশ কয়েকটি মেইল একাউন্ট থাকে ফলে প্রত্যেকটি একাউন্টের জন্য আলাদা আলাদা User name, Password মনে রাখাটাও বেশ বিরক্তিকর লাগে। আসলে এমন পরিস্থিতিতে আমরা হরহামেশাই পড়ি।

আচ্ছা কেমন হয় যদি মাত্র একটি কী-বোর্ড কমান্ড দিয়ে একেবারে সোজা মেইলে লগইন করা যায়? হুম! তাহলে তো ভালই হয়। আমার সংগে একমত হলে আসুন একটা মজার কিন্তু খুবই সহজ জিনিস শিখি।
এজন্য AutoHotkey প্রোগ্রামটি লাগবে। যাদের কাছে নেই নিচের লোকেশন থেকে এটি ডাউনলোড করে নিন।

http://www.autohotkey.com/download/

সফটওয়্যারটি ইনস্টল করার পর নোটপ্যাডে নিচের লাইনগুলো লিখুন। ধরা যাক, আপনার ইউজার নেম mailid এবং পাসওয়ার্ড 123456

+a::
Send mailid{Tab}123456{Enter}
return

এবার ফাইলটি যেকোন নাম দিয়ে .ahk এক্রটেনশন দিয়ে সেভ করুন। এবার স্টার্ট মেন্যু থেকে Autohotkey সাবফোল্ডারে গিয়ে Convert .ahk to .exe রান করুন। সোর্সে সেভ করা ফাইলটির লোকেশন দিন আর ডেস্টিনেশনে কোথায় সেভ করতে চান তা দিন এবার কনভার্ট বাটনে প্রেস করুন তাহলেই আপনার কাজ শেষ। এবার মেইল চেকের সময় প্রোগ্রামটি রান করুন এবং ইউজারনেম ফিল্ডে মাউস ক্লিক করে Shift+a দিন ব্যস সোজা মেইলে লগইন হয়ে যাবে।

এবার আসুন বাড়তি কিছু কাজ করি। লক্ষ্য করুন কোডের শুরুতে + এর ডান পাশে a আছে এখানে আপনার পছন্দমতো যেকোন ক্যারেক্টার দিন তাহলে কমান্ড হবে Shift+আপনার নির্ধারিত ক্যারেক্টার। যদি আপনার অনেকগুলো মেইল একাউন্ট থাকে, ধরি দুইটি একাউন্ট আছে তাহলে নোটপ্যাডে কোডটি দুইবার পেষ্ট করুন আর কিছু পরিবর্তন করুন যেমন:

+a::
Send mailid{Tab}123456{Enter}
return

+b::
Send mailid2{Tab}456789{Enter}
return

এখানে mailid2 ও 456789 যথাক্রমে দ্বিতীয় মেইলের ইউজারনেম ও পাসওয়ার্ড এবং Shift+b হবে দ্বিতীয় মেইলের কমান্ড ( এটা পরিবর্তন যোগ্য তবে কখনো Duplicate হওয়া চলবেনা )। এবার আগের নিয়মে প্রোগ্রামটি তৈরী ও রান করুন ব্যস তাহলেই যখন যে একাউন্টে লগইন করতে চান ইউজারনেম ফিল্ডে মাউস ক্লিক করে সেই কমান্ড দিন। এভাবে যতগুলো একাউন্ট আছে নোটপ্যাডে ততোবার পেষ্ট করুন আর Customize করে নিন। এটা শুধু মেইলে লগইনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং যেসব ওয়েবসাইটে Userrname, Password দিয়ে লগইন করতে হয় সেসব ক্ষেত্রেও প্রযোজ্য। তবে অন্যের পিসিতে এটা ব্যাবহার শেষে অবশ্যই টাস্কবার থেকে প্রোগ্রামটি Exit এবং পিসি থেকে প্রোগ্রামটি Delete করতে ভুলবেন না, তা না হলে পস্তাতে হতে পারে।

জেনে নিন windows Xp কিছু হট শর্টকাট কি

জেনে নিন windows Xp কিছু হট শর্টকাট কি ।এই কি গুলো দিয়ে সহজে অনেক কাজ করতে পারবেন।তাই এই কোড গুলো নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে। অনেকে হয়ত বা জেনে খাকবেন।তারপর যারা জানেন না তারা এই পোস্ট থেকে উপকার পেতে পারেন।
Shortcut keys ——- ——-Action
Win Press windows key to open start menu
Win+R Apply to open Run dialog box
Win+M Apply to minimize all opened windows
Win+Shift+M Apply to maximize all opened windows
Win+L Press keys to lock keyboard in windows XP
Win+E Press keys to open My Computer
Win+F Apply to open search options
Win+U Apply keys to open Utility Manager
Win+D To view desktop/minimize all windows
Win+F1 To view the detail windows help page
Win+Pause To view the System Properties dialog box
Win+Tab Move through taskbar programs
Win+F+Ctrl Apply to open search for computers
Alt+Tab Move through opened windows programs
Alt+F4 Press keys to close active windows program
Alt+Enter Apply to open properties of selected item
Alt+ SPACEBAR Open the system menu of active window
Alt+ SPACEBAR +N Press keys to minimize the active program
Alt+ SPACEBAR +R Press keys to restore the active program
Alt+ SPACEBAR+C Press keys to close the active program
Alt+ SPACEBAR+X Press keys to maximize the active program
Alt+ SPACEBAR+M Press keys to move the active program
Ctrl+Alt+Delete Apply to open windows task manager
Ctrl+Shift+Esc Apply to open windows task manager
Ctrl+Esc Press keys to open start menu
Shift Shift key to prevent CD from automatically playing
Shift+Delete To delete items permanently

অনেক গুলো মাইক্রোসফট এক্সেল শর্টকাট কি কাজে লাগতে পারে



আজকে আপনাদের দিব অনকে গুলো মাইক্রোসফ্ট এক্সেল শর্টকাট কি যা আপনাদের মাউস ছাড়া বা তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে।

আজকে আপনাদের দিব অনকে গুলো মাইক্রোসফ্ট এক্সেল শর্টকাট কি যা আপনাদের মাউস ছাড়া বা তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে।

F1: Opens a help task pane
F1 + Ctrl: Opens or closes the help window
F2: To edit the text in the active cell
F2 + Shift: To write a comment in the active cell
F2 + Alt: Opens the save as dialog box
F3 + Shift: opens the insert dialog box
F3 + Ctrl: Opens the define name dialog box
F3 + Shift + Ctrl: Opens the create name dialog box
F4: To redo the last command
F4 + Ctrl: To close the workbook window
F4 + Alt: To close the excel program
F5: Opens the Goto dialog box
F5 + Ctrl: brings back to the first level of workbook
F6: To shift between help taskbar and the excel window
F6 + Shift: To goto the previous square in the open worksheet
F6 + Ctrl: If more than one workbook is open to switch between them
F7: To open spelling correction window
F7 + Ctrl: When workbook window is not maximised it will move the window
F8: To activate / deactivate extended mode
F9: Will calculate all the worksheets in all open workbooks
F9 + Shift: Will calculate the active worksheet
F9 + Ctrl: To Minimise the workbook window
F10: Will select the menu bar
F10 + Ctrl: To open minimised window
F11: Will create a chart using the current range
F11 + Shift: To select a new worksheet
F11 + Alt: To switch between visual basic editor and the worksheet
F11 + Alt + Shift: Opens microsoft script editor
F12: Opens save as dialog box
F12 + Shift: Saves the active workbook
F12 + Ctrl: To open the Open dialog box
F12 + Ctrl + Shift: Opens the print dialog box

মজিলা ফায়ারফক্স কনফিগার করে ইন্টারনেটের ব্রাউসিং স্পিড আপ করুন পর্ব-2

আজকে আমরা দেখবো কিভাবে মজিলা ফায়ারফক্স খুব সহজে কনফিগার করে ইন্টারনেটের স্পিড বারানো যায়। এটা অনেক পুরনো একটা ট্রিকস কিন্তু খুবি কাজের।অতীতে এ নিয়ে অনেক শুনেছেন বা নিজেও করেছেন।তাই আজকে কিছু নতুন জিনিস ও দেখাবো।চলেন আমরা আজকে আরো সহজে কিভাবে করা যায় তা দেখি। ইন্টারনেট স্পিড আপ করার আগের টিউন গুলো সবাই অনেক বেশী লাইক করেছেন এবং কনটিনিউ করতে বলেছেন তাই আজকে আবার হাজির হলাম।
টিউন ইনস্টলেশন:-

|—————–—————|
|মিনিমাম ইউসার লেভেল – মিড লেভেল
|ডিফিকাল্টি – ১০%
|ডাউনলোড – করার কিছু নাই এই টিউন
|—————————–—|
চলুন শুরু করে দেই:-
*** মজিলা অপেন করে এড্রেসবারে টাইপ করুন about:config enter দিন একটা লিখা আসে এরকম “i will be careful, i promise” OK দিয়ে ভিতরে ঢুকুন।

*** উপরে লিখা আছে “filter” পাশে একটু খালি জায়গা লিখার জন্য, তাই না? ঐ খালি জায়গায় লিখুন network.http.

এখন নিচের কাজ গুলো করুন নিচের ছবির মত। (এর পরের গুলো আর ছবি দিলাম না, ঠিক আছে? একি ভাবে করবেন। পারবেন না? আমি ত আছি ই, হিহি)

১। network.http.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
২। network.http.proxy.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
৩। network.http.pipelining.maxrequests: ডাবল ক্লিক করে 8 করে দিন।
৪। network.http.max-connections: ডাবল ক্লিক করে 96 করে দিন।
৫। network.http.max-connections-per-server: ডাবল ক্লিক করে 32 করে দিন।

নোট:- যে কনো কিছু চেন্জ করতে বললে সেটা filter এ লিখে ইন্টার দিবেন তাহলে চলে আসবে পরে আমি যে ভাবে বলেছি নিচের ট্রিকস গুলোতে সেভাবে দরকার মত চেন্জ করে নিবেন ডাবল ক্লিক করে করে।

৬। রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়। browser.sessionstore.interval কে 60000 করে দিলে 1 মিনিট পর পর সেব হবে।

৭। প্রতিবার অ্যাড অন ইনস্টল করার সময় কয়েক সেকেন্ড করে অপেক্ষা করতে হয়। security.dialog_enable_delay থেকে 2000 পরিবর্তন করে 0 দিলে সাথেসাথে ইনস্টল শুরু হবে

৮। ফায়ারফক্স সব গুলো লাইনে স্পেল চেক করে না, যদি চান সব গুলো টেক্সট বক্সে স্পেল চেক করুক তাহলে
layout.spellcheckDefault খুজে ডাবল ক্লিক করে 2 করে দিন

৯। source code যদি নতুন নিজের ইচ্ছা মত এডিটরে দেখতে চান খুজে বের করুন view_source.editor.external তারপর true করে দিন, এখন এটা বের করে view_source.editor.path বলে দিন আপনে কিসের দারা অপেন করতে চান। যেমন নোটপেড

১০। কারও যদি টুলবার সবসময়ই দরকদর হয় তবে অটোহাইড বন্ধ করা নেয়া যাবে। browser.fullscreen.autohide এটা True করলে সবসময় অটোহাইড
False (সবসময় টুলবার থাকবে)

১১। Tools->Add-ons->Get Add-ons থেকে অ্যাড অন সার্চ করা যায়। এখানে একবারে ৫টি ফলাফল দেখায়। চাইলেই এর সংখ্যা বাড়ানো যায়। extensions.getAddons.maxResults এখান থেকে 5 এর বদলে যত চান সেটা দিন

১২। যে কনো লিংকে ক্লিক করলে নিউ টেব আসবে, এমন করতে চাইলে, এটা খুজে true করে দিন।
browser.search.openintab

১৩। আমরা অনেক সময় বড় বড় ফাইল ডাউনলোড করলে এন্টি ভাইরাস সেটা স্কেন করা শুরু করে, সেটা বন্ধ করতে চাইলে filter এর জায়গায় এটা লিখে খুজে বের করে ডাবল ক্লিক করে এটার মান false করে দিন।
browser.download.manager.scanWhenDone

১৪। ফায়ারফক্স সর্বচ্চ 500MB ক্যাশ হিসাবে ব্যাবহার করে। browser.cache.offline.capacity এর 512000 থেকে বড় কোন নম্বর দিলে ক্যাশ বাড়বে মানে স্পিড বারবে। যেমন 999999

১৫। Backspace বাটনটি ২টা কাজ করে আগের পেজে যেতে বা Page up এর কাজে। browser.backspace_action থেকে 0 দিলে আগের পেজ ওপেন হবে 1 দিলে Page up হবে।

১৬। অটো স্ক্রল চালু করতে নিচের মত অপশনগুলা সেট করে অটোস্ক্রল অন করতে হবে। middlemouse.contentLoadURL করে False করে দিন। middlemouse.openNewWindow কে False করে দিন। middlemouse.paste কে False করে দিন। general.autoScroll কে True করে দিন।

১৭। জুম এর মান যদি আপনার পছন্দ না হয় তবে তা চেন্জ করতে পারবেন। zoom.maxPercent কে 300 থেকে বড় কোন নম্বর দিন।

১৮। কোন সাইটের অ্যাড্রেস লেখা শুরু করলে এর বাকি অংশটুকু লেখা হয়ে যাবে। browser.urlbar.autofill কে True করে দিন।

১৯। ওয়েবপেজ জুম করে দেখা যায়। সব পেজই যদি সমান জুম ব্যাবহার করতে পারেন। browser.zoom.siteSpecific কে False করে দিন।

২০। সাইটের যেখানে ক্লিক করা হয় সেখানেই কার্সরটি বসে থাকে তাই না? কিন্তু এটি চেন্জ করা যায়। browser.urlbar.clickSelectsAll কে False করে দিলে ক্লিক করা জায়গায় কার্সরটি থাকবে, True করে দিলে সম্পূর্ণ লেখা সিলেক্ট হবে।

২১।কনো উইনডো মিনিমাইজ করা হলে এটি ভার্চুয়াল মেমরীতে চলে যাবে ফলে প্রায় 10MB জায়গা এটি ছেড়ে দেয়, যখন আবার কাজ করা হবে তখন এটি এর প্রয়োজন মত জায়গা ব্যাবহার করে এটি ফায়ারফক্সে ডিফল্ট ভাবে থাকেনা । about:config পেজ এর খালি জায়জায় মাউসের ডান বাটন ক্লিক করে New > Boolean সিলেক্ট করে লিখুন config.trim_on_minimize ভ্যালু দিন True

২২। ফায়ারফক্স এ ১টা স্কিপ্ট এর রেসপন্স পারাব জন্যা মাত্র প্রায় অনেক খন অপেক্ষা করতে হয় তাই না?। মাঝে মাহে ওয়ার্নিং ম্যাসেজ দেখায়। তাই স্লো ইন্টারনেট ব্যাবহার করলে এই সময় বাড়িয়ে লোনে স্পিড আপ হবে। dom.max_script_run_time কে 20 করে দিন চাইলে আরো বেশী করুন।

২৩। প্ট্যাবে Close বাটন থাকে যদি চান এটার দরকার নাই থালে বদলে নিন। browser.tabs.closeButtons কে যদি 0 দেন তাহলে Close বাটন থাকবে 1 দিলে সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে 2 দিলে কোথাও কোন Close বাটন থাকবে না 3 দিলে একেবারে শেষ প্রান্তে একটা Close বাটন থাকবে।

২৪। অনেকগুলা ট্যাব ওপেন করতে থাকলে ট্যাব গুলার সাইজ বড় হবার পর ট্যাব গুলা পর পর ওপেন হতে থাকে স্ক্রল করে ট্যাবগুলা দেখতে হয়। ট্যাব এর আকার কমিয়ে দিলে আগের চাইতে বেশি ট্যাব ওপেন হবার পর স্ক্রল করতে হবে। এটা চেন্জ করতে চাইলে browser.tabs.tabMinWidth কে 0 করে দিন বা নিজের মন মত দিয়ে নিন।

২৫। সাইটের ছবি গুলো আরও ভালো কোয়ালিটিতে দেখতে চান? gfx.color_management.enabled কে True করে দিন। (তবে এটা করলে লোড হতে একটু টাইম বেশী লাগে। দরকার হলে করে নেন।)

২৬। কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। এটা আরো বারাতে চাইলে browser.urlbar.maxRichResults কে 12 চেন্জ করে যত চান তত দিয়ে দিন। ২০ দিলে ২০টা সাজেশন দেখাবে।

২৭। হটাত মজিলা বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো লাগে না তাই চাইলে এটি বন্ধ করে নিন। browser.sessionstore.enabled কে False করে দিলে বন্ধ হয়ে যাবে।

২৮। আমরা অনেক সময় বড় বড় ফাইল ডাউনলোড করলে এন্টি ভাইরাস সেটা স্কেন করা শুরু করে, সেটা বন্ধ করতে চাইলে filter এর জায়গায় এটা লিখে খুজে বের করে ডাবল ক্লিক করে এটার মান false করে দিন।
browser.download.manager.scanWhenDone

২৯। অনেক গুলো ট্যাব এক সাথে ব্রাউস করলে র‍্যাম অনেক বিজি হয়ে যায়। তাই ক্যাশ পায়ার আরো বারাতে
browser.cache.disk.capacity কে 51200 মুঝে দিয়ে আরো বারিয়ে নিন। যেমন হতে পারে 99999

৩০। মজিলা থেকে নটিফিকেশন যেমন ডাউনলোড কমপ্লিটেড বা নিউ মেইন এটার সময় বারাতে চাইলে জলদি অপেন করতে চাইলে alerts.TotalOpenTime কে ডিফল্ট থেক বারিয়ে দিন এখানের এমাউন্ট আছে মিলি সেকেন্ডে। যত কম দিবেন তত জলদি অপেন হবে। তবে বেশী কম দিবেন না।

৩১। আপনার মজিলা বার বার ক্রাশ করলে কি করতে হবে? দেখুন।
{972ce4c6-7e08-4474-a285-3208198ce6fd} এটা লিখে সার্চ দিন আপনার পিসিতে, তারপর ডিলিট করে দিন হয়ে যাবে আসা করি।

অথবা,
আপনার পিসির টেম্প ফাইল গুলো ডিলিট করেন। go to start –> run –> type %temp% –>select all the files there and delete

অথবা,
এড অনস গুলো সব ডিলিট করে দিন। তারপর চেক করুন ঠিক হলো কিনা, হয়ে গেলে এড অনস গুলো চেক করে কhttp://www.blogger.com/img/blank.gifরে আবার ইনস্টল করুন।

অথবা,
1.Uninstall firefox
2.Get your PC scanned for viruses
3.Download latest firefox
3.Re-Install new firefox

নোট:- যদি চান আপনার আরো এমন কিছু দরকার তাহলে। এখনে গিয়ে দেখতে পারেন এখানে সব দেয়া আছে বিস্তারিত। মজিলার নিজের সাইট এটা। আমি যেগুলো দরকার জাস্ট সেগুলো আপনাদের বললাম।

http://kb.mozillazine.org/Firefox_:_FAQs_:_About:config_Entries

*** এখন আপনার মজিলা ব্রাউসার টা বন্ধ করে আবার অপেন করুন।সবাইকে ধন্যবাদ।

৩২. মজিলা ফায়ারফক্সের কীবোর্ড শর্টকাট-
-> End – ওয়েবপেজের সম্পূর্ন নিচে যাওয়ার জন্য
-> Home – পেজের সম্পূর্ন উপরে যাওয়ার জন্য।
-> Spacebar — পেজের নিচের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা নিচের দিকে স্ক্রল হবে)
-> Shift + Spacebar — পেজের উপরের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা উপরের দিকে স্ক্রল হবে)
-> Down Arrow – নিচের দিকে স্ক্রল করার জন্য
-> Up Arrow – উপরের দিকে স্ক্রল করার জন্য।

ট্যাব, বুকমার্ক ও পেইজ বিষয়ক শর্টকাট
-> Ctrl + = — জুম ইন (লেখার আকার বড় হবে)
-> Ctrl + – —জুম আউট (লেখার আকার ছোট হবে)
-> Ctrl + P — বর্তমান পেইজটি প্রিন্ট করুন।
-> Ctrl + H — আপনার ব্রাউজিং ইতিহাস (হিস্টোরী) দেখুন।
-> Ctrl + T — নতুন একটি ট্যাব খুলুন।
-> Ctrl + W — বর্তমান ট্যাবটি বন্ধ করুন।
-> Ctrl + Tab — পরবর্তী ট্যাবে স্থানান্তরিত হওয়ার জন্য।
-> Ctrl + Shft + Tab — পূর্বের ট্যাবে ফিরে যাওয়ার জন্য।
-> Ctrl + 1-9 — সংখ্যা নির্বাচনের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট সংখ্যার ট্যাবে যাওয়ার জন্য
-> Ctrl + B — বুকমার্ক কলাম খুলুন।
-> Ctrl + I — বুকমার্ক কলাম বন্ধ করুন।
-> Ctrl + D – বর্তমান পেইজটির জন্য বুকমার্ক তৈরি করুন।
-> Ctrl – scroll up — জুম আউট (লেখার আকার ছোট করার জন্য)
-> Ctrl – scroll down — জুম ইন (লেখার সাইজ বড় করার জন্য)
-> Shift – scroll down – পূর্বের পেজে ফিরে যাওয়ার জন্য।
-> Shift – scroll up – পরের পেজে যাওয়ার জন্য।
-> Middle click on link —যেকোনো লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য।
-> Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।
-> Alt + Home — হোম পেইজ লোড হবে।
-> Ctrl + L — এড্রেস বারে যান
-> Ctrl + K — সার্চ বক্সে যান।
-> F5 — বর্তমান পেইজটি রিলোড হবে
■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■
░Ś░ι░g░η░є░∂░ ░ß░ÿ░
-►►®►Shakil—-►
【✖ᵀᴴᴱ ᴼᴿᴵᴳᴵᴻᴬᴸ CYBER FREAK✖】

মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিন

ব্রাউজিং ট্যাব বিষয়ক:

একটা সময় ছিলো যখন আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা উইন্ডো খুলতে হতো। এই সমস্যা বাঁচিয়ে দিয়েছে ট্যাব ব্রাউজিং সিস্টেম। মজিলা ফায়ারফক্সে ট্যাব ব্রাউজিং করার জন্য কয়েকটি বিষয় মনে রাখলে আপনার জন্য কাজ করা আরো সহজ ও সাবলিল হতে পারে।
- ব্রাউজারে নতুন ট্যাব খুলতে File মেনু হতে New Tab দেয়ার পরিবর্তে Ctrl+T চাপতে পারেন।
- মাউস ছাড়াই এক ট্যাব হতে অন্য ট্যাবে যেতে Ctrl+Tab চাপুন। আগের ট্যাবে যেতে Ctrl-Shift-Tab
- অনেকগুলো ট্যাব ওপেন করার পর একটি বাদে বাকীগুলো ক্লোজ করতে চাইলে ঐট্যাবের উপরে রাইট বাটন চেপে Close Other Tabs কমান্ড প্রয়োগ করুন

- ভুলক্রমে কোন ট্যাব ক্লোজ করে ফেললে Ctrl-Shift-T চাপুন।
- নতুন ট্যাবে কোন পেজ ওপেন করতে চাইলে লিংকের উপর মাউসের ডান বাটন চেপে ধরে Open Link in New Tab কমান্ড দিন।

- যেসব লিংক নতুন ট্যাব/উইন্ডোতে ওপেন হয় সেগুলো আপনার মনমত ওপেন করাতে চাইলে মেনুবার থেকে Tools > Options > Tabs এ গিয়ে অপশন নির্বাচন করুন।

সময় বাঁচাতে শর্টকাট:

- ব্রাউজিং করতে করতে এড্রেসবারে যাওয়ার জন্য Ctrl-L অথবা Alt-D চাপুন।
- কোন সাইটের পুরো লিংকটি না লিখে শুধু নামটি লিখে Ctrl-Enter চাপুন। যেমন http://www.google.com এ যেতে শুধু google লিখে Ctrl+Enter চাপুন। একই ভাবে ‘.org’, এর জন্য Ctrl-Shift-Enter এবং ‘.net’ এর জন্য Shift-Enter চাপুন।
- ব্রাউজারের ডানদিকে উপরে সার্চ বক্সে যেতে Ctrl-K চাপুন। অত:পর সার্চ ইঞ্জিন নির্বাচন করতে Ctrl চেপে ধরে আপ ডাউন বাটন চাপুন।

- ওয়েব পেজে কোন শব্দ বা বাক্য খুঁজতে Ctrl-F চাপুন। অথবা শুধু / (the slash key) চাপলেও হবে। সার্চ করার সময় পরের বাক্য/শব্দটি খুঁজতে F3 চাপুন।
- ফুল পেজ ব্রাউজিং করতে F11 চাপুন।
- পেজ ফন্ট/কনটেন্ট সাইজ বাড়াতে কমাতে Ctrl চেপে ধরে + অথবা মাইনাস চাপুন। ডিফল্ট সেটিংসে যেতে Ctrl+0 চাপুন।

নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি

এক্সপি সেটআপ করার জন্য প্রথমে আপনার সিডি রমে একটি এক্সপির সিডি ঢুকান। তারপর পিসি রির্স্টাট দিন। হেএ একটা কথা বলতে ভুলে গেছি। এক্সপি সেটআপ দিতে গেলে প্রথমে আপনাকে BIOS থেকে আপনার First Boot Device সিডি রম করে নিতে হবে। এটি করবেন কিভাবে? যখন আপনার পিসি চালু হবে প্রথমে দেখবেন BIOS এ ঢুকার জন্য F2 প্রেস করতে হবে। আগের মাদারবোর্ড গুলোতে Del প্রেস করতে হতো। কিন্তু বর্তমানের মাদারবোর্ড গুলোর বেশিভাগই F2 দিয়ে BIOS এ ঢুকতে হয়। BIOS থেকে First Boot Device সিডি রম করে সেভ করে বের হয়ে আসুন। সেভ করে বের হওয়ার সময় পিসি রির্স্টাট হবে। এইবার ধাপে ধাপে নিচের কাজগুলো সম্পন্ন করুন।

১. পিসি রির্স্টাট হয়ে চালু হওয়ার সময় নিচের ছবিটি আসবে। যে কোন একটি কী প্রেস করুন আপনার কী বোর্ড থেকে। তার পর একটু অপেক্ষা করুন।

২. কিছুসময় অপেক্ষা করার পর আপনার স্ক্রীনে নিচের ছবিটি আসবে। এখানে আপনি তিনটি অপশন পাবেন। নতুন এক্সপি সেটআপ করতে Enter চাপুন। আর পুরাতন এক্সপি রিপিয়ার করতে R চাপুন। আর যদি কিছু না করে বের হয়ে যেতে চান তাহলে F3 চাপুন। আমরা যেহেতু নতুন করে এক্সপি সেটআপের কথা বলছি তাই এখানে Enter চাপুন।

৩. আপনি Enter চাপার সাথে সাথে নিচের ছবির মত একটি স্ক্রীন আসবে। এটি হলো Windows XP Licensing Agreement । Windows XP Licensing Agreement মেনে নিতে আপনি কীবোর্ড থেকে F8 চাপুন। F8 চাপা মনে হলো I agree ।

৪. আপনি F8 প্রেস করে যখনি Windows XP Licensing Agreement মেনে নিবেন তখনই নিচের স্ক্রীনটি আসবে। নিচের ছবিটি একটি নন পার্টিশন হার্ডডিস্কের। এক্ষেত্রে এই জায়গায় আপনার কম্পিউটারের হার্ডডিস্কে যে কয়টি ড্রাইভ আছে তা এখানে দেখাবে। প্রথমটি সি ড্রাইভ হবে। এখান থেকে আপনি কোন ড্রাইভে এক্সপি সেটআপ করতে চান তা সিলেক্ট করে Enter প্রেস করুন।

৫. আপনি ড্রাইভ সিলেক্ট করে Enter প্রেস করলে নিচের স্ক্রীনটি আসবে। এখানে আপনি পাঁচটি ক্যাটগরি পাবেন। আপনি আপনার পার্টিশনটি কোন ক্যাটগরিতে ফরমেট করতে চান তা সিলেক্ট করে Enter প্রেস করুন।

৬. ফরমেট অপশন থেকে ক্যাটগরি সিলেক্ট করে Enter প্রেস করার পর আপনার পার্টিশনটি ফরমেট হবে এবং উইন্ডোজের ফাইলগুলো কপি হবে। তখন নিচের স্ক্রীনের মত দেখাবে। এই কাজের জন্য কিছু সময় দরকার হবে। কপি ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ফাইল কপি করা ১০০% হয়ে গেলে আপনার পিসি রির্স্টাট নিবে।

৭. এইবার পিসি রির্স্টাট নেওয়ার সময় প্রথম ছবিটির স্ক্রীনটি আসলে কোন কিছু প্রেস করার দরকার হবে না বা আপনাকে কিছুই করতে হবে না। এক্সপি বুট স্ক্রীন আসবে একটু পর। বুট স্ক্রীন থেকে সরাসরি আপনাকে নিচের স্ক্রীনে নিয়ে যাবে। এখানেও কিছু করতে হবে। শুধু অপেক্ষা করুন।

৮. ৪/৫ মিনিট অপেক্ষা করার পর দেখবেন একটি উইন্ডো এসেছে। নিচের ছবির মত। এটি হচ্ছে Regional and Language Options উইন্ডো। এখান থেকে Next বাটনে ক্লিক করুন।

৯. উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর আর একটি উইন্ডো আসবে। নিচের ছবির মত। এটি হচ্ছে Personalize Your Software উইন্ডো। এখানে আপনার নাম দিন এবং আপনার প্রতিষ্টানের নাম দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১০. উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর নতুন আর একটি উইন্ডো আসবে। এটা হচ্ছে Your Product Key উইন্ডো। নিচের ছবির মত। এখানে আপনার পাঁচটি ঘর দেখতে পাবেন। এখানে আপনার এক্সপি সিরিয়াল নাম্বার টি টাইপ করুন। এখানে একটা কথা থেকে যায়। আপনি সিরিয়াল নাম্বারটি কোথায় পাবেন? সিরিয়াল নাম্বারটি সিডির কাভারে লেখা থাকে বা যার কাছ থেকে সিডি কালেকশন করেছেন উনার কাছ থেকে পাবেন। সিরিয়াল নাম্বারটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।

১১. Your Product Key উইন্ডো থেকে Next করার পর নিচের ছবির মত আর একটি উইন্ডো আসবে। এটি হলো Computer Name and Administrator Password উইন্ডো। এখানে আপনার কম্পিউটারের নাম দিন। আর Administrator পাসওর্য়াড দিতে চাইলে নিচের দুইটি ঘরে পাসওর্য়াড দিন। আর পাসওর্য়াড দিতে না চাইলে ঘরগুলো খালি রাখুন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১২. উপরে দেখানো উইন্ডোতে Next করার পর আবার নতুন একটি উইন্ডো আসবে। নিচের ছবির মত। এটি হলো Date and Time Settings উইন্ডো। এখানে তারিখ, সময় সবকিছু ঠিক করে নিন এবং নিচের টাইম জোনের ঘরের ড্রপডাউন ম্যানু থেকে বাংলাদেশে টাইম জোন্(GMT +6:00 Astana,Dhaka) সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১৩. উপরের উইন্ডো থেকে Next করার পর একটু অপেক্ষা করুন। একটু পর দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে নিচের ছবির মত। এটি হলো Networking Settings উইন্ডো। এখান থেকে Typical Settings সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১৪. Networking Settings উইন্ডো থেকে Next করার পর আবার নতুন একটি উইন্ডো আসবে নিচের চিত্রের মত। এটি হলো Workgroup or Computer Domain উইন্ডো। এখান থেকে নিচের চিত্রের মত প্রথমটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে আপনার ওর্য়াকগ্রুপ টা চেঞ্জ করে দিতে পারেন।

এই উইন্ডোতে Next করার পর আর নতুন করে কোন উইন্ডো আসবে না। ২০/৩০ মিনিট সময় নিয়ে আপনার কম্পিউটার কনফিগার করবে। কনফিগার করা শেষ হলে পিসি অটোমেটিক রির্স্টাট নিবে।

১৫. কম্পিউটার রির্স্টাট নেওয়ার পর নিচের ছবির মত স্ক্রীনটি আসবে। এই উইন্ডোটি হলো Display Settings উইন্ডো। এখানে Ok বাটনে ক্লিক করুন।

১৬. Display Settings উইন্ডোতে Ok করার পরে নিচের ছবির মত একটি নতুন উইন্ডো আসবে। এটি হলো Monitor Settings উইন্ডো। এই উইন্ডোতে Ok বাটনে ক্লিক করুন।

১৭. Display Settings এবং Monitor Settings এই উইন্ডো দুইটিতে Ok করার পর নিচের ছবির মত একটি স্ক্রীন আপনার সামনে হাজির হবে। এটি হলো Welcome to Microsoft Windows স্ক্রীন। এই স্ক্রীনে Next বাটনে ক্লিক করুন।

১৮. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Next করার পর নিচের ছবির মত Help protect your PC এই স্ক্রীনটি আসবে। এখনে থেকে Not right now সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এখানে আপনি Help protect my PC by turning on Automatic Updates now এই অপশনটিও সিলেক্ট করতে পারনে। তাতে আপনার ইন্টারনেট কানেকশন দরকার হবে। রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। অনেক ঝামেলা। তাই সেদিকে গেলাম না।

১৯. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Not right now সিলেক্ট করে Next দেওয়ার পর নিচের ছবির মত Who will use this computer? স্ক্রীন আসবে। এখানে আপনি আপনার প্রয়োজন মত ইউজান নেম দিয়ে ইউজার একাউন্ট তৈরী করে নিতে পারেন। ইউজার নেম দিয়ে Next বাটনে ক্লিক করুন।
এখনে একটি কথা বলে রাখা দরকার মনে বলে মনে করছি। তাহলো যদি আপনি কোন ইউজার একউন্ট না করে সরাসরি Administrator একাউন্ট ব্যবহার করতে চান তাহলে এই জায়গায় আসার পর কোন ইউজান নেম না দিয়ে পিসিটি ম্যানুয়ালি রির্স্টাট করুন।

২০. Who will use this computer? স্ক্রীনে ইউজার নেম দিয়ে Next দিলে Thank you স্ক্রীন আসবে। নিচের ছবির মত। এটি হলো আপনার এক্সপি সেটআপের শেষ ধাপ। এই স্ক্রীন থেকে Finish বাটনে ক্লিক করুন। ব্যাস!!!! হয়ে গেল আপনার এক্সপি সেটআপ।

(সংগৃহীত)

html and css এর উপরে ২জিবি ভিডিও টিউটোরিয়াল ২৪টি পার্টে

html and css এর উপরে আজকে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল শেয়ার করলাম এখানে ২৪টি পার্ট করা আছে। মোট ভিডিও হল 2.37 GB। আসা করি সবাই উপকার পাবেন যারা শিখতে চাইছেন কিন্তু লিখা দেখে অনেক কিছু বুঝে উঠতে পারেন না তাদের জন্য ভিডিও এর উপরে আর কন হেল্প হতে পারে না। নিচে লিংক দিয়ে দিলাম ডাউনলোড করে নিন।

ভিডিও গুলো পাবেনঃ-

* CSS Noob to Ninja
* An Overview of the Awesome LESS.js.mp4
* Build a Custom HTML5 Video Player.rar
* Build Kick-Ass Practical CSS3 Buttons.mp4
* building_a_calendar_widget.mp4
* Coding a Complex Design into CSS and XHTML.zip
* Combining Modern CSS3 and HTML5 Techniques.mp4
* Combining Modern CSS3 and HTML5 Techniques.zip
* Create a Beautiful Website From Scratch.zip
* CSS Fundamentals CSS3 Transitions.mp4
* CSS The Very First Steps.mp4
* Design a Prettier Web Form with CSS 3.mp4
* Did IE get the Box Model Right.mp4
* Getting Offline Access with HTML5 Application Cach
* How to Build a Beautiful Calendar Widget.rar
* How to Build a Newspaper Website with a Grid.mp4
* How to Build a Newspaper Website with a Grid.zip
* How to Create a Slider to Zoom Photos.mp4
* How to Create a Slider to Zoom Photos.zip
* How to Create a Web-Based Drawing Application Using
* Implementing HTML5 Drag and Drop.mp4
* Implementing HTML5 Drag and Drop.zip
* Pure CSS Reflections.mp4
* Subtle CSS3 Typography that you’d Swear was Made i
* The Beginner’s Guide to Web Design.rar
* Working with Advanced 3D CSS.mp4
* Working with Advanced 3D CSS.zip
* Zen-Coding.mp4
* Zen-Coding.zip

Download links:
FileServe
http://www.fileserve.com/file/Zsfb3jq/HTML & CSS Collection.part01.rar
http://www.fileserve.com/file/EjjtZCk/HTML & CSS Collection.part02.rar
http://www.fileserve.com/file/mUtP5fC/HTML & CSS Collection.part03.rar
http://www.fileserve.com/file/VqRuFKp/HTML & CSS Collection.part04.rar
http://www.fileserve.com/file/ZqWqJR9/HTML & CSS Collection.part05.rar
http://www.fileserve.com/file/pvdfGCA/HTML & CSS Collection.part06.rar
http://www.fileserve.com/file/cNSZh8H/HTML & CSS Collection.part07.rar
http://www.fileserve.com/file/DDGRfuy/HTML & CSS Collection.part08.rar
http://www.fileserve.com/file/d327tDC/HTML & CSS Collection.part09.rar
http://www.fileserve.com/file/Cyq9Vp4/HTML & CSS Collection.part10.rar
http://www.fileserve.com/file/tevsPds/HTML & CSS Collection.part11.rar
http://www.fileserve.com/file/2k7CtQC/HTML & CSS Collection.part12.rar
http://www.fileserve.com/file/U6dvXuW/HTML & CSS Collection.part13.rar
http://www.fileserve.com/file/zyWg3FU/HTML & CSS Collection.part14.rar
http://www.fileserve.com/file/H6jbEqD/HTML & CSS Collection.part15.rar
http://www.fileserve.com/file/BjXfVw8/HTML & CSS Collection.part16.rar
http://www.fileserve.com/file/u8xYDFR/HTML & CSS Collection.part17.rar
http://www.fileserve.com/file/SZ2t6up/HTML & CSS Collection.part18.rar
http://www.fileserve.com/file/kdUhvKt/HTML & CSS Collection.part19.rar
http://www.fileserve.com/file/7bBfGqx/HTML & CSS Collection.part20.rar
http://www.fileserve.com/file/nVwKBA4/HTML & CSS Collection.part21.rar
http://www.fileserve.com/file/KMuKTSS/HTML & CSS Collection.part22.rar
http://www.fileserve.com/file/KTFD83R/HTML & CSS Collection.part23.rar
http://www.fileserve.com/file/TNZXuz4/HTML & CSS Collection.part24.rar

লিনাক্স শিখার ১০টি সিডি (ভিডিও টিউটোরিয়াল)

Linux CompuTer Based Training – 10CD
2.70 GB / Training Video
CBT Linux – 10CDs :
CD01 – Linux Basic
CD02 – Client Install
CD03 – Linux RedHat Desktop
CD04 – Linux RedHat Client Admin
CD05 – Linux RedHat Server Install
CD06 – Linux RedHat System Management
CD07 – Linux RedHat Network Admin
CD08 – Linux RedHat Web Services
CD09 – Linux RedHat Messaging
CD10 – Linux RedHat Web Secirity

Download links:

FileServe

http://www.fileserve.com/file/TtgAnjA/Linux.part11.rar
http://www.fileserve.com/file/9Mv47MH/Linux.part10.rar
http://www.fileserve.com/file/n4NKJpr/Linux.part09.rar
http://www.fileserve.com/file/4rt8SP5/Linux.part07.rar
http://www.fileserve.com/file/EC6rdV5/Linux.part08.rar
http://www.fileserve.com/file/QNxaTpZ/Linux.part07.rar
http://www.fileserve.com/file/3bJHSVp/Linux.part06.rar
http://www.fileserve.com/file/bP3gmjJ/Linux.part05.rar
http://www.fileserve.com/file/nTEbE5d/Linux.part04.rar
http://www.fileserve.com/file/nM4JXzy/Linux.part03.rar
http://www.fileserve.com/file/4PxaP4m/Linux.part01.rar
http://www.fileserve.com/file/FTwCx9p/Linux.part02.rar

আপনার কম্পিউটারে কি কি ভাইরাস এফেক্ট করেছে দেখে নিন

আজকে আপনাদের জন্য একটি মজার টিউন নিয়ে আসছি দেখে মজা পাবেন চলুন তাহলে কাজটা খুব দ্রুত সেরে ফেলি…

আপনার কম্পিউটারে কি কি ভাইরাস এফেক্ট করেছে দেখে নিন…………..নিম্মে পদক্ষেপ অনুসরণ করুন

আপনার কম্পিউটারে প্রথমে Run এ গিয়ে cmd লিখে Ok করুন অতঃপর dir/w/a লিখে Enter দিন এখন আপনার কম্পিউটারে কি কি ভাইরাস এফেক্ট করেছে তার লিস্ট ‍দেখাবে

ইন্টারনেট এর গতি বৃদ্ধি করার কিছু সহজ ও কার্যকরি উপায়

কেমন আছেন সবাই? আসা করছি ভালো আছেন। আমি বরাবরি বিভিন্য জনের লিখা নিয়ে পোস্টিং করে থাকি মাঝে মাঝে নিজে কিছু জেনে থাকলেও শেয়ার করি। আসা করি সবাই উপকার পাবেন। আজকে আমি ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য কিছু টিপস দিচ্ছি। আশা করি কাজে লাগবে। এই লিখাটি সামি ভাইয়ের। ধন্যবাদ সামি ভাইকে।

Windows XP:

১. Start >Run এ গিয়ে লিখুন gpedit.msc। তারপর Entar চাপুন।

২. Asministrative Templates এর পাশে (+) এ ক্লিক করে Expand করুন।

৩. তারপর Netwark এর পাশে (+) এ ক্লিক করে Expand করুন।

৪. QoS Packet Scheduler এ একবার লেফট ক্লিক করুন।

৫. তারপর Limit Reservable Bandwith এ ক্লিক করুন। এবং Enabled Box এ মার্ক করুন।

৬. তারপর Bandwith Limit % to 0 % এ পরিবর্তন করুন। (আগে may be 20 দেওয়া থাকে)
তারপর Apply এ ক্লিক করুন এবং PC রিস্টার্ট করুন।

**আশা করি এই কাজটি করলে আপনার PC এর ইন্টানেট গতি ২০% বৃদ্ধি পাবে।(শুধুমাত্র Windows XP Professional যারা ব্যবহার করেন তাদের জন্য প্রযোজ্য। অন্যরা এটি করবেন না। হিতে বিপরীত হতে পারে।)**

২. Windows XP এর Automatic Update বন্ধ করে দিন।

Windows Vista/7:

১.Windows Vista/7 এ Auto Update default হিসেবে দেওয়া থাকে। এটা disable করে দিলে গতি বেশ বৃদ্ধি পায়।

এ জন্য Windows 7 এ Control Panel > All Control Panel Items > Windows Update > Change Settings এ যান। সেখানে Important Updates এ Install Update Automatically থেকে Never check for updates এ পরিবর্তন করুন।তারপর Give me recommended updates the same way I receive important updates এবং Allow all users to install updates on this computer দুইটি Option থেকে টিক মার্ক উঠিয়ে দিন। তারপর Ok করে বের হয়ে আসুন।

(দুঃখিত Windows Vista এর টা আমি দিতে পারছি না। কারন আমি Windows 7 ব্যবহার করি)

২.নিচের পদ্ধতিতে আপনার Browser এর speed বৃদ্ধি করা সম্ভব।
আপনি যদি Firefox ব্যবহার করেন তাহলে নিচের পদ্ধতিতে Speed বাড়ান……….
প্রথমে Firefox এর address bar এ গিয়ে লিখুন about:config তারপর এন্টার করুন। কোনো Warning আসলে ignore করুন। তারপর filter বক্স এ টাইপ করুন network তারপর নিচে নেমে network.http.pipelining এ গিয়ে Modify করে TRUE সেট করুন। এবং network.http.pipelining.maxrequests এ গিয়ে তা 4 থেকে 8 এ সেট করুন। তারপর বের হয়ে আসুন। এবার Firefox রিস্টার্ট করে দেখুন গতি বেশ বৃদ্ধি পেয়েছে।

**(এটা খুব সম্ভবত Windows XP এর ক্ষেত্রেও প্রযোজ্য। চেষ্টা করে দেখতে পারেন)**

৩. Run এ গিয়ে লিখুন regedit। তারপর HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Dnscache\Parameters
এ যান। তারপর পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে New > DWORD(32-bit) Value সিলেক্ট করুন। তারপর যে নতুন ভ্যালু আসবে তাকে CacheHashTableBucketSize এ Rename করুন। এভাবে আরো ৩টি value add করুন এবং তাদের নাম দিন CacheHashTableSize, MaxCacheEntryTtlLimit এবং MaxSOACacheEntryTtlLimit । তারপর modify করে নিচের Data Value গুলো সেট করুন।

CacheHashTableBucketSize > 1 ;CacheHashTableSize > 384 ; MaxCacheEntryTtlLimit > 64000 ; MaxSOACacheEntryTtlLimit > 301

অবশ্যই value গুলো decimal এককে বসাবেন।

**এটা শুধু Windows Vista এর জন্য প্রযোজ্য। আর আমি এটি পরীক্ষা করি নাই। তাই সবাই নিজ দায়িত্বে Edit করবেন।**

সাধারন টিপসঃ

১.আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব স্লো থাকে তাহলে Browser এর Option এ গিয়ে Image Load করা বন্ধ করে দিন।
যেমনঃ Firefox এর ক্ষেত্রে Option > Content এ গিয়ে Load images automatically এর টিক চিহ্ন উঠিয়ে দিন।

২.সবসময় history, catch ও cookies ডিলিট করুন। তবে খুব জরুরী website গুলি Favourites এ রাখতে পারেন।

৩. Browser এর homepage www.google.com এ রাখবেন। তবে Firefox এ ডিফাল্ট হিসেবে http://en-US.start3.mozilla.com/firefox?client=firefox-a&rls=org.mozilla:en-USfficial দেওয়া থাকে। এটা পরিবর্তন না করাই ভালো।

৪.Browser গুলির জন্য প্রচুর Add-on পাওয়া যায়। খুব জরুরী না হলে এগুলি Use না করাই ভালো।

৫.Browser এ theme ব্যবহার করবেন না। কারন এটা Browser কে স্লো করে দেয়।
http://www.blogger.com/img/blank.gif
৬.ডিফাল্ট browser বার বার পরিবর্তন করবেন না। আর এক browser এর History বা Bookmarks অন্য browser এ Import না করাই ভালো।

৭.কিছু software এর সাহায্যে আপনি আপনার ইন্টারনেট speed পরিমাপ করতে পারেন। DU Meter তেমনি একটি software. আপনি ইচ্ছা করলে নিচের লিঙ্ক থেকে নামিয়ে এটি ব্যবহার করতে পারেন। এটি মাত্র ২ মেগাবাইট। আর এটি আপনার ইন্টারনেটের গতির উপরও কোন প্রভাব ফেলে না।
Download DU Meter From Here

৮.খুব ভালো এন্টিভাইরাস সফটওয়ার ব্যবহার করবেন। আমার মতে ইন্টারনেট এর জন্য Norton Internet Security সবচেয়ে ভালো। তারপর Avast ব্যবহার করে দেখতে পারেন। ((কখনই দুইটি Antivirus একসাথে ব্যবহার করবেন না। আপনার System Crash করতে পারে))

চমৎকার এই লিখাটি লিখেছেনঃ স্বপ্নবাজ সামী। সকলের সাহায্য হবে ভেবে লিখাটি প্রকাশ করলাম ধন্যবাদ সামি ভাইকে।

কম্পিউটার ড্রাইভার সেটআপের একটি সুন্দর পদ্ধতি

সবার শুভ কামনায় …….মহান স্রষ্টার নাম নিয়ে শুরু করছি আরেকটি টিউন …….সেটা হচ্ছে ড্রাইভার এর সেট আপের একটি বিকল্প পদ্ধতি, আমরা অনেক ড্রাইভার সিডি সেটআপ করা নিয়ে জামেলাই পরে যায় আবার মাঝে মধ্যে এমন ও হয় যে আমরা ড্রাইভার সিডি হারিয়ে ফেলি এবং দোখান থেকে একটি ড্রাইভার সিডি কিনে আনি কিন্তু সেখানে কাঙ্খিত ড্রাইভার সফটওয়ার খুজে সেটাপ দেয়া কস্টকর হয়ে যায়..এক্ষেত্রে এটি পদ্ধতিটি অবলম্বন করতে পারেন…নিচের নিয়ম অনুসরণ করুন……আপনি আপনার কাঙ্কিত ড্রাইভার সিডি পিসিতে ডুকাবেন অতঃপর My computer এর উপর mouse এর Right বাটন ক্লিক করে Manage -Continue-Device Manager এ গিয়ে আমরা যদি গ্রাফিক্স ড্রাইভার সেটআপ দিতে চাই তাহলে Display adapters এর উপর Right বাটন ক্লিক করে Update driver এ ক্লিক করে Browse my computer for driver software ক্লিক করে আপনার সিডিটি দেখিয়ে দিয়ে OK করলে কম্পিউটার নিজে তার প্রয়োজনীয় ড্রাইভার খুজে নিয়ে নিজে নিজে ইনস্টল হয়ে যাবে আর যদি driver software না থাকে তাহলে ‍Browse my computer for driver software এর উপরের ফাংশনটি সিলেক্ট করতে হবে অর্থাৎ ‍Search automatically for update driver software ক্লিক করতে হবে তখন কম্পিউটার নিজ দায়িত্বে ইন্টারনেট থেকে তার কাঙ্কিত ড্রাইভার ইনস্টল হয়ে যাবে এভাবে অন্য ড্রা্ইভার গুলো সেটআপ দিতে হবে..নিচের চিত্রে দেখুন….

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More