ব্রাউজিং ট্যাব বিষয়ক:
একটা সময় ছিলো যখন আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা উইন্ডো খুলতে হতো। এই সমস্যা বাঁচিয়ে দিয়েছে ট্যাব ব্রাউজিং সিস্টেম। মজিলা ফায়ারফক্সে ট্যাব ব্রাউজিং করার জন্য কয়েকটি বিষয় মনে রাখলে আপনার জন্য কাজ করা আরো সহজ ও সাবলিল হতে পারে।
- ব্রাউজারে নতুন ট্যাব খুলতে File মেনু হতে New Tab দেয়ার পরিবর্তে Ctrl+T চাপতে পারেন।
- মাউস ছাড়াই এক ট্যাব হতে অন্য ট্যাবে যেতে Ctrl+Tab চাপুন। আগের ট্যাবে যেতে Ctrl-Shift-Tab
- অনেকগুলো ট্যাব ওপেন করার পর একটি বাদে বাকীগুলো ক্লোজ করতে চাইলে ঐট্যাবের উপরে রাইট বাটন চেপে Close Other Tabs কমান্ড প্রয়োগ করুন
- ভুলক্রমে কোন ট্যাব ক্লোজ করে ফেললে Ctrl-Shift-T চাপুন।
- নতুন ট্যাবে কোন পেজ ওপেন করতে চাইলে লিংকের উপর মাউসের ডান বাটন চেপে ধরে Open Link in New Tab কমান্ড দিন।
- যেসব লিংক নতুন ট্যাব/উইন্ডোতে ওপেন হয় সেগুলো আপনার মনমত ওপেন করাতে চাইলে মেনুবার থেকে Tools > Options > Tabs এ গিয়ে অপশন নির্বাচন করুন।
সময় বাঁচাতে শর্টকাট:
- ব্রাউজিং করতে করতে এড্রেসবারে যাওয়ার জন্য Ctrl-L অথবা Alt-D চাপুন।
- কোন সাইটের পুরো লিংকটি না লিখে শুধু নামটি লিখে Ctrl-Enter চাপুন। যেমন http://www.google.com এ যেতে শুধু google লিখে Ctrl+Enter চাপুন। একই ভাবে ‘.org’, এর জন্য Ctrl-Shift-Enter এবং ‘.net’ এর জন্য Shift-Enter চাপুন।
- ব্রাউজারের ডানদিকে উপরে সার্চ বক্সে যেতে Ctrl-K চাপুন। অত:পর সার্চ ইঞ্জিন নির্বাচন করতে Ctrl চেপে ধরে আপ ডাউন বাটন চাপুন।
- ওয়েব পেজে কোন শব্দ বা বাক্য খুঁজতে Ctrl-F চাপুন। অথবা শুধু / (the slash key) চাপলেও হবে। সার্চ করার সময় পরের বাক্য/শব্দটি খুঁজতে F3 চাপুন।
- ফুল পেজ ব্রাউজিং করতে F11 চাপুন।
- পেজ ফন্ট/কনটেন্ট সাইজ বাড়াতে কমাতে Ctrl চেপে ধরে + অথবা মাইনাস চাপুন। ডিফল্ট সেটিংসে যেতে Ctrl+0 চাপুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন