আসসালামু আলাইকুম
আজকে আমার এই পোষ্টি কেবল তোমাদেরর জন্যই ।
তোমাদের জানার মতো অনেক কিছু আছে ইন্টারনেটে ।তোমরা এখান থেকে অনেক কিছু জানতে এবং শিক্ষতে পার ।তাই আমাদেরও উচিৎ শিশুদের কম বয়স থেকেই ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া ।
যাই হোক আজকে তোমাদের জন্য দুটি ব্রাউজার সম্পর্কে বলবো, আশা করি ব্রাউজার দুটি তোমাদের খুব ভালো লাগবে ।
KidRocket(Safe web browser for children)
কিডরকেট এতে যুক্ত করা আছে বিশেষ ‘ড্রয়িং টুলস ।তোমাদের কাছে আকর্ষণীয় ওয়েবসাইটগুলোর বিভিন্ন ফিচারও এতে টুলস আকারে যুক্ত করা হয়েছে। নিকেলোডিওন, পিবিএস কিডস ও বারবির মতো ওয়েবসাইট সেগুলো পড়া যাবে এসব টুলস থেকেই ।আরো যা যা পাবে………।।
Fun, family friendly web sites for kids
Integrated Starfall reading program
Interactive math flashcards
Configurable math equations
Customizable browser colors (almost 250 possible variants)
Time in Use: timer
Digital Clock
Built-in popup blocker
ডাউনলোড করো
KidZui – The Internet for Kids
এটা সম্পর্কে কিছুই বলবো না শুধু বলবো ব্যবহার করে দেখো ।একটা ব্রাউজার কত সুন্দর হতে পারে এটা না ব্যবহার করলে বুঝবেনা ।
ডাউনলোড করো
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন