আমরা সবাই নিয়মিত ডাউনলোড করে থাকি, কিন্তু প্রায় সময়ই ডাউনলোড হওয়ার পরে আফসোস করেতে হয়। বিশেষ করে যারা লিমিটেড নেট ইউজ করেন। যদি দেখেন আপনার অনেকগুলো মেগাবাইট খরচ হয়ে গিয়েছে যেই ফাইল টার জন্য সেইটা পাসওয়ার্ড দেওয়া, কিংবা হয়ত আপনার দরকার শুধুমাত্র একটি ক্রাক বা কিজেন কিন্তু তার জন্য আপনাকে পুরো ফাইল টাই ডাউনলোড করতে হয়েছে। কিন্তু তারপর ষোলোআনা পুরন হয় যদি সেই কিজেন টাই কোরাপ্টেড থাকে। কেমন লাগে, বলুন তো?
আজকে আমি এমনই একটি সফটওয়্যার শেয়ার করব আপনাদের সাথে যা আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দিবে। সফটওয়্যার টির নাম হল Loadscout – ছোট্ট একটা ১ মেগাবাইট সাইজের ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যার টির সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি যেই ফাইল টি ডাউনলোড করতে চাচ্ছেন সেই জিপ বা রার ফাইল টির ভিতরে কি কি ফাইল বা ফোল্ডার আছে এবং যদি আপনি চান সেই ফাইল বা ফোল্ডার এর ভিতর যে কোন এক বা একাধিক ফাইল আলাদা ভাবে ডাউনলোড করতে পারবেন। তবে এইটার সীমাবদ্ধতা হল এইটি টেম্পোরারি লিঙ্ক যেমন রেপিডশেয়ার বা এই টাইপ এর ফাইল হোস্টিং কোম্পানি গুলো দিয়ে থাকে, সেই ধরনের লিঙ্ক সাপোর্ট করে না। এইটি সেই সব সার্ভার এ কাজ করে যারা ডাইরেক্ট লিঙ্ক দেয়। তবে আশার কথা হল মিডিয়া আগুন এইটি সাপোর্ট করে এবং আমি আরও কয়েকটি ফাইল শেয়ারিং সাইট যেগুলো রিজিউম সাপোর্ট দিয়ে থাকে সেই সব সার্ভার এ কাজ করে (তবে এই ক্ষেত্রে সেই সাইট টির অস্থায়ি ডাউনলোড লিঙ্ক টি Loadscout এ কপি করতে হবে)। এখন এইটির ব্যাবহার বিধি জানব। প্রথমে Loadscout সফটওয়্যার টি ওপেন করুন । তারপর ফাইল এর স্থায়ি বা অস্থায়ি লিঙ্ক টি কপি করে open url এ পেস্ট করুন ।
তারপর কিছুক্ষণ processing দেখাবে
এরপর যখন processing টা finished হয়ে যাবে, তখন ডান দিকের প্যানেল এ দেখা যাবে আপনার কাঙ্খিত রার বা জিপ ফোল্ডার টির ফাইল গুলো
এরপরের কাজ তো খুবই সহজ। আপনি শুধু আপনার কাঙ্খিত ফাইল টির উপর রাইট ক্লিক করবেন এবং extract করবেন।
তারপর আপনার যেইখানে খুশি আপনি সেইভ করুন।
Download Link
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন