আসসালামু আলাইকুম

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

হ্যাকারদের প্রিয় ব্রাউজার মান্ত্রা | দেখুন মান্ত্রার ব্যবহার

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন পাশের মানুষটিকে। আজ আপনাদের মান্ত্রার সম্পর্কে কিছু জানাতে চেষ্টা করব।

বিশ্বের যত বড়বড় হ্যাকার আছে, এদের বেশির ভাগই ব্রাউজার হিসেবে ব্যবহার করে মান্ত্রা। বলতে গেলে আপনি একে ব্রাউজারদের বসও বলতে পারেন। এর শক্তিশালি সব টুলসের কারণেই এটি এতটাই জনপ্রিয় হ্যাকারদের। মুলতঃ এটি মজিলা ফায়ারফক্সের ফার্মওয়ার্কে চলে। তাই অনেক সময় একই পিসিতে ফায়ারফক্স থাকলে মান্ত্রা চালু হয় না।


মান্ত্রা ব্রাউজারের রয়েছে অনেকগুলো হ্যাকিংয়ের টুলস। যা হ্যাকিং করার সময় হ্যাকারদের অনেক কাজে লাগে। নিচে আমি কয়েকটি টুলসের নাম দিলাম।
Access Me
Add N Edit Cookies+
Chickenfoot
CookieSwap
DOM inspector
Domain Details
Firebug
Firebug Autocompleter
Firecookie
FireFTP
Firesheep
FormBug
FoxyProxy
Google Site Indexer
Greasemonkey
Groundspeed
HackBar
Host Spy
HttpFox
iMacros
JavaScript Deobfuscator
JSview
Key Manager
Library Detector
Live HTTP Headers
PassiveRecon
Poster
RefControl
Refspoof
RESTClient
RESTTest
Resurrect Pages
Selenium IDE
SQL Inject ME
Tamper Data
URL Flipper
User Agent Switcher
Vitzo WHOIS
Wappalyzer
Web Developer
XSS Me
1.প্রথমে মান্ত্রা ব্রাউজারটি ডাউনলোড করুন।

2.এবার ডাউনলোড করা ফাইলটিতে প্রবেশ করুন।

3.এবার ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে Open with Ark তে ক্লিক করুন।

4.এবার এখানে যান Action —> Extract

5.এবার একটি ফোল্ডারে Extract করুন।

6.এবার Extract যেখানে করেছেন, সেই ফোল্ডারটি ওপেন করুন।

7.এবার firefox-portable টিতে ডাবল ক্লিক করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More