আসসালামু আলাইকুম

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

৫টা কমান্ড প্রত্যেক নেটওয়ার্ক এডমিনিসট্রেটরের জানা জরুরী

-কি বইলতেছেন?
–এই ৫টা কমান্ড জানা ফরয!

-কাহাদের?
–নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর যারা হইতে চায় তাহাদের!

-কিসের কমান্ড?
–CISCO’র পাচখান IOS Command, জনাব!

-বইল্লা ফেলুইন। সংক্ষেপে বলবাইন। ডালপালা ছাড়া কইবাইন। গাছের ডালপালা আমার পছন্দ। কিন্তু কথার ডালপালা আমরার দুইচক্ষের বিষ।
শুরু করুইন।



–জে আচ্ছা।
বিষয় খুবই সিম্পল। সিসকো’র নেট এডমিন যারা, তাগোর At Least এই পাচটা কমান্ড জানা ফরজ। রাউটারে কী চলতেছে সেইটা জানতে এই কোর পাচটা কমান্ড খুবই হেল্পফুল। যেরা সিসকো নেটওয়ার্কিংতে নতুন হেরা ইচ্ছা করলে এইগুলাইন মুখস্থ কইরা ফেলাইতে পারেন। আর যাহারা এই লাইনে বস, হেরা মেমোরীখান রিফ্রেশ কইরা লন!

-আরে কী আরম্ভ করলাইন! বল্লামনা সংক্ষেপে কইতে।
–সরি মিসটেক হইছে! জে পেরথমে ৫নং থাইক্কা শুরু করি!

Command#5 show interfaces
কারন এইটা জানা জরুরী যে রাউটারের কুন কুন ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসগুলাইনের কিছু ভাইটাল স্ট্যাটিসটিক্স এবোং হেরা কি চালু না বইস্যা গেছে মাইনে আপ না ডাউন। এই কমান্ডটা মেলা রকম স্ট্যাট দিবো, যেইডা দরকার হবো হেইডা বাইছ্যা নেলেই অবে! যেমুন, ইন্টারফেসে কুনো এরর; ব্যান্ডুইথ ইউটিলাইজেশন; ইন্টারফেস স্পীড।
এই কমান্ডটার শর্টকাটও আছে!সেইটা হইলো sh int
বুঝতে পারতেছেন তো?
-পারবো না কেনো। পানির মতো পরিষ্কার। sh int এইডা দুধের শিশুও বুঝবে। পরে বলতে থাহেন।

–শুনেন পরেরখান লাগে হইলো ধরেন আমনে কনফিগারেশন চেইনজ করলেন। সেইটা তো RAM তে আছে। এই কমান্ডের ফলে (রাউটার পাওয়ার অফ/রিস্টার্ট দিলেও) সেইটা রাউটারের ফ্ল্যাশে সেইভ হইয়া যাইবো।
Command#4 copy running-config startup-config
শটকাটে wr (মনে রাখতে write memory)!!
-বাহ এত্তো বড় কমান্ডখানরে খালি wr দেলেই অবে!! যাউকগা নেক্সট।


Command#3 show ip route
শর্টকাটে sh ip ro
আমনে এহন অলরেডি জানেন কুন কুন ইনটারফেস আপ হইছে এবং আমনের কনফিগারেশন আমনে সেইভ করছেন।
অখন আমনের জানোনের দরকার আমনের নেটওয়ার্কের ফুল রিচ-এবিলিটি(Full Network Reach-ability)। অন্য কতায়, কী কী রাউটিং প্রটুকল চইলতেছে।
কোন স্ট্যাটিক রাউট বা পথ আমনে ঢুকাইছেন।
তয় বয়া না থাইক্কা, চালান এই কমান্ড!

Command#2 – show ip interface brief
এইটা আমনের ইন্টারফেসগুলাইনের স্ট্যাটাস ও আইপি এড্রেসের সামারি দেখনের লিগা বেস্ট একটা কমান্ড।
শর্টকাটে sh ip int brie

এবং এখন আসতেছে এমুন একটা কমান্ড যেইটা প্রত্যেক নেট এডমিনের জানা সবচাইতে জরুরী
Command#1 show running-config
এই কমান্ড লেইখা এন্টার দিলে পুরা রাউটারের কনফিগারেশন দুম কইরা আমনের চক্ষের সামনে আইসা পরবো! আপনি দেখবেন
আইপি এড্রেস, ইন্টারফেস, পাসওয়ার্ড (যেইগুলা কিলিয়ার টেক্সটে আছে),
রাউটিং প্রটোকল, এবং অন্যান্য সেটিংস!
এইডার শর্টকাট sh ru অথবা wr t

-দুইটা শটকাট!
–হু।
-হু কীরে। কইন জি।
–জি।
-আমিতো জানি রাউটারের এছাড়া আরো হাজার হাজার কমান্ড আছে। এইগুলা কামে লাগাইতে ক্ষেমতা লাগে। যাউকগা, আমনেরে আইজ নদীতে নিয়া স্রোত দেখামু।
-চলেন, স্রোতে ভাসা দেখতে আমার খুউব ভালো লাগে। স্রোতে ভাসতেও ভালো লাগে!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More