হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর জন্য যেসকল সফটওয়ার রয়েছে তার মধ্যে অরেন্জ এইচআরএম একটি গুরুত্বপূর্ন স্থান দখল করে আছে। এটি একটি নেতৃস্থানীয় ওপেন সোর্স এইচআর সমাধান । ২০০৫ সালে শুরু করা ইউএসএ ভিত্তিক অরেন্জ এইচআরএম এর সফটওয়ার কোম্পানীটি ইউরোপ ও এশিয়াসহ বিভিন্ন মহাদেশে তাদের এই সফটওয়ারের সেবা দিয়ে আসছে ।ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য তৈরি করা এই সফটওয়ারটি প্রতিষ্ঠানদেরকে একটি সুনির্দিষ্ট ও সুবিধা জনক এইচআরএম সিস্টেম প্র্রদান করে আসছে । জিন্যু জেনারেল পাবলিকের লাইসেন্স এর অধীনে মুক্তি পাওয়া সফটওয়ারটি প্রথম ২০০৬ সালের জানুয়ারীতে এর বেটা সংস্করন মুক্তি দিয়ে সবার নজরে আসে ।
বর্তমানে,অরেন্জ এইচআরএম ওপেনসোর্স এইচআরআইএস সমাধানের অন্যতম অংশীদার ও বিশ্বব্যাপী বহুল প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত একটি সফটওয়ার ।মূলত এর দক্ষ ডেভেলাপারদের প্রফেশনাল সাপোর্ট ও সেবাই এদের ভিত্তিকে শক্ত করতে সাহায্য করছে ।
অরেন্জ এইচআরএম এর সর্বশেষ সংস্করণটি তে নিম্নলিখিত মডিউল রয়েছে:
অ্যাডমিন মডিউল – এই মডিউল এইচআর ম্যানেজার বা অন্যান্য প্রশাসনিক সদস্যদের তাদের নিজ নিজ অবস্থান থেক প্রয়োজনীয় প্রশাসনিক কর্ম সঞ্চালনের জন্য সুবিধা প্রদান করে । তার জন্য এডমিন কোম্পানীর গঠন,পে গ্রেডস ও অন্যান্য তথ্য এর সিস্টেমের ব্যাকবোনে জমা রাখতে পারবেন।
ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা – এর পিআইএম মডিউল কোম্পানীর কর্মচারীদের বিভিন্ন তথ্য যেমন, ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা এবং কাজের সম্পর্কিত তথ্য ইত্যাদি এর ঝুলিতে জমা রাখ ।.
লিভ মডিউল – এই মডিউল কোম্পানীর ছুটি সম্পর্কিত যাবতীয় কাজ যেমন, ব্যবহারকারীদের ছুটি নির্ধারণ, কাজ ছেড়ে দেওয়ার তারিখ, আবেদন ইত্যাদি সম্পাদন করে থাকে ।
ইএসএস মডিউল – এই মডিউলটি প্রত্যেক ব্যবহারকারীকে তার ব্যক্তিগত তথ্য রাখতে এবং এইচআর এর অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে। প্রয়োজনে যে কোন জায়গা থেকেই ব্যবহারকারীরা তাদের তথ্য হালনাগাদ করতে পারেন।
বেনিফিট মডিউল – ব্যবহারকারীরা যাতে তাদের সুবিধা সংক্রান্ত কাজ যেমন চিকিৎসা ও কল্যাণ সুবিধা সংক্রান্ত কর্ম পরিচালনা করতে পারে সেসুবিধা প্রদান করে । এছাড়াও নতুন নতুন বৈশিষ্ট্যের সুবিধা যোগ করার সুবিধাও এতে রয়েছে।
এছাড়াও নিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য রয়েছে রিক্রয়েটমেন্ট মডিউল,কর্মকর্তাদের কাজের পারফরমেন্স বিশ্লেষণ করার জন্য পারফরমেন্স মডিউল সহ আরও অনেক মডিউল।
এসব ফিচার ছাড়াও কেউ যদি আরও ফিচার সংযুক্ত করতে চায় তার জন্য রয়েছে থিম পরিবর্তনের জন্য, আয়ব্যয় ট্রেকার,টাইম শীট ,নটিফিকেশন এডঅনস সহ প্রচুর এডঅনস।
এই সফটওয়ারটি ডাউনলোড ও এর ডেমো দেখার জন্য এর অফিসিয়াল সাইট www.orangehrm.com ভিজিট করতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন