আসসালামু আলাইকুম

সোমবার, ৭ নভেম্বর, ২০১১

Safely Remove Hardware এর জন্য ডেস্কটপ শর্টকাট

আস সালামু আলাইকুম। আশাকরি সবাই খুব ভাল আছেন । আমি অনেক কাজের মাঝেও শুক্রিয়া আদায় করি আল্লাহর নিকট। কারন তিনি এতো ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে আসার ব্যাবস্থা করে দিয়েছেন। যাহোক আমরা প্রায় পেইন ড্রাইভ/ মেমোরি কার্ড ইত্যাদি রিমুভাল হার্ডওয়্যার ব্যাবহার করি বিভিন্ন কাজের জন্য। তবে সতর্কার সাথে সবারই ব্যাবহার করা উচিৎ। কারন সঠিকভাবে এটার সংযোগ দেওয়া ও বিচ্ছিন্ন করটাও একটা সতর্কতার ধাপ। এই বিষয় ইগনর করা কারও ঠিক হবে না। এতে আপনার ডাটা ক্ষতির সম্মুখিন হতে পারে । তো চলুন দেখি কিভাবে ডেস্কটপে শর্টকাট তৈরি করে সহজেই ব্যবহার করা যায়।

** প্রথমে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে New থেকে Shorcut এ ক্লিক করুন।

** এর পর লাল রঙের কোডটুকু কপি করে পেষ্ট করুন;

< RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll >





** তারপর Next এ ক্লিক করুন।

** এর পর Safety Remove USB লিখে Finish বাটনে ক্লিক করুন।

** ব্যাস আপনার কাজ শেষ। ও হ্যা এটা Windows XP/Vista/7 এর জন্য প্রযোজ্য…..

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More