আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

পেন ড্রাইভ Write-Protected হয়ে গেলে যা করবেন

সালাম সবাইকে আসা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের খুব ভাল একটি জিনিশ দেখাবো আসা করি অনেকের কাজে আসবে এটি। আমাদের পেন দ্রাইভ অনেক সময় নানান কারনে Write-Protected হয়ে যায়। তখন সেটি ফরম্যাট করা যায় না এবং আরো নানান ঝামেলা হয়ে থাকে। তাই আজকে আমরা দেখবো পেন ড্রাইভ Write-Protected হয়ে গেলে যা করবেন।

১। প্রথমে Start>Run এ গিয়ে Regedit টাইপ করে Enter চাপুন

২। Registry Editor খুললে HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control ওপেন করুন

৩। Control এ রাইট ক্লিক করে New>Key তে StorageDevicePolicies নামে নতুন Key তৈরি করুন

StorageDevicePolicies এর উপর রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value নিন এবং এর নাম দিন WriteProtect

৪। এবার WriteProtect এ ডাবল ক্লিক করে এর Value Data হিসেবে 0 দিন


৫। এরপর Write Protected বন্ধ হয়ে যাবে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More