আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

কিভাবে .exe ফাইলের আইকন পরিবর্তন করবেন!!!

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমার প্রোগ্রামিং টিপসে স্বাগতম। আজ এসেছি সি নিয়ে নয়, আজকের টিউনটি হল কিভাবে আপনি একটি .exe ফাইলের আইকন পরিবর্তন করবেন। আশা করি টিউনটি আপনাদের কাজে আসবে।

আপনারা দেখে থাকবেন যে, একেক প্রোগ্রামের এক এক আইকন। এই আইকনগুলো ব্যবহৃত হয়, কারণ আইকন থেকেই বুঝা যায় যে, এটি আসলে কি ধরনের প্রোগ্রাম বা সফট। তাই বিভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রামে আইকন যুক্ত করা অনেক জরুরি। আজ আমি দেখাব কিভাবে আপনি একটি executable (.exe) ফাইলে আইকন পরিবর্তন করবেন।


চলূন টিউনে….

এবার লিংকে গিয়ে Icon Changer টি ডাউনলোড করে নিন। লিংকঃ www.shelllabs.com
এবার সফটওয়্যারটি ইন্সটল করুন।
এবার যে .exe ফাইলের আইকন পরিবর্তন করবেন, সে ফাইলের উপর রাইট বাটন ক্লিক করুন।
এবার Change Icon অপশনে ক্লিক করুন।
তাহলে Icon Changer প্রোগ্রামটি ওপেন হবে।
তাহলে Icon Changer টি আপনার পিসির সকল আইকন খুঁজে আপনার সামনে নিয়ে আসবে।
এবার আপনার পচন্দের আইকনটি সিলেক্ট করে SETবাটনে ক্লিক করুন।
তাহলে একটি পপ-আপ উইন্ডো খুলবে, ওখানে আপনাকে দুটা প্রশ্ন করবে।
1. Change enbeded icon.

2. Adjust windows to display custom icon.
এখান থেকে প্রথম অপশনটি নির্বাচন করুন, তাহলেই হয়ে যাবে।
সবাই্কে অনেক ধন্যবাদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More