আসসালামু আলাইকুম

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

ডেস্কটপে recycle bin আইকন সরিয়ে দিতে হয় কিভাবে

আপনি মুছে ফেলা হয়েছে উইন্ডোজ ফাইল সংরক্ষণ করতে

আপনার ডেস্কটপ Recycle bin ব্যবহার করেন ।যদি আপনি Recycle bin ব্যবহার করতে না চান তাহলে আপনি আপনার ডেস্কটপ থেকে এইটি সরিয়ে দিতে চেতে পারেন।

এইটি সরিয়ে দিতে একটি দ্রুত trick এখানে।

১।ক্লিক করুন Start –> Run –> লিখুন Regedit

২।নিচে নিম্নলিখিত ব্রাউজ করুন।

HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/Microsoft/Windows/CurrentVersion/explorer/Desktop/NameSpace

৩।ক্লিক করুন Recycle Bin ডানপাশে তারপর ডিলিট প্রেস করে মুছে ফেলে

৪।আপনার ডেস্কটপের Recycle Bin আইকনে বিদায় বলবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More