উইন্ডোজে তথ্য মুছে গেলে বা ভাইরাসে আক্রান্ত হলে আমরা সাধারণত সিস্টেম রিস্টোর করে থাকি। সিস্টেম রিস্টোর সক্রিয় থাকলে আপনি এই সুবিধা পাবেন। আর এজন্য প্রয়োজন হয় সিস্টেম রিস্টোর পয়েন্ট। কিন্তু ম্যানুয়ালী সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরী করার সাধারণ পথ নেই। কিন্তু একটি ভিবিএস ফাইলের দ্বারা আপনি সহজেই সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরী করতে পারেন। এজন্য নিচের লাইনের সংকেতগুলো নোটপ্যাডে লিখে RestorePoint.vbs নামে করুন।
Set IRP = getobject(“winmgmts:\\.\root\default:Systemrestore”)
MYRP = IRP.createrestorepoint (“My Restore Point”, 0, 100)
ব্যাস এরপর থেকে যখনই আপনি Restore Point ফাইলে ডাবল ক্লিক করবেন তখনই সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরী হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন