আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

আপনি হয়তো অনেক সুন্দর একটি থিম ইনস্টল করেছেন আপনার পিসিতে। অথবা একটি সুন্দর গেম ইনস্টল করেছেন খেলার জন্য। কিন্তু ইনস্টল করার কিছুন পর দেখা গেল আসল সমস্যা। আপনার পিসিটা আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে। তখন হয়তো মেজাজ টাই বিগড়ে যায়। তাই আপনাদের এই সমস্যার সমাধানে আমার আজকের এই পোষ্ট।

আজ আমি দেখাবো কিভাবে কোন সফ্টওয়ার কে পোর্টেবল করতে হয়।
পোর্টেবল করে সফ্টওয়ার চালালে আপনার পিসি থাকবে একদম নতুন কম্পিউটার এর মতো। মানে স্পীড একদম ঠিক থাকবে, কমবে না।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে করতে হবে।
আপনি যে সফ্টওয়ার টি পোর্টেবল করতে চান সেটি ইনস্টল করুন।
এখন My Computer ওপেন করে C ড্রাইভ ওপেন করুন।
দরুন আপনি Moto GP 2 গেমটি ইনস্টল করেছেন।
নিচের স্কিন শটটি দেখুন।

দেখুন Moto GP 2 নামে একটি নতুন ফোল্ডার এসেছে।
ফোল্ডারটি কপি করে আপনার পিসির অন্য কোন ড্রাইভে সেভ করুন।
এরপর গেমটি আনইনস্টল করে দিন।
এখন আপনি যে ড্রাইভে Moto GP 2 নামে ফোল্ডারটি সেভ করেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করুন।
এখানে আপনি চিত্রে দেখানো আইকন (motogp2) এ ডাবল কিক করলে গেম টি খেলতে পারবেন।

অনুরুপ ভাবে Ms. Word এর ক্ষেেত্র C Drive- Program files – Microsoft Office – Office 10 (ভার্সন অনুযায়ী) – WINWORD (একদম সবার নিচে)
নিচের ছবিটি দেখুন।

এভাবে যে কোন সফ্টওয়ার ক্ষেেত্র একই পদ্বতি অনুসরণ করুন।
এখানে লক্ষনীয় যে, সফ্টওয়ার গুলো সি ড্রাইভ ওপেন করলেই পাবেন, তা না হলে Program files এ পাবেন। তবে Program files এ সাধারনত সব সফ্টওয়ার ইনষ্টল হয়।
বিঃ দ্রঃ সব সফ্টওয়ার ঠিক মতো কাজ নাও করতে পারে।
মানুষ মাত্রই ভূল করে । আমি ও ভুলের উর্ধ্বে নয়। আমার এই লেখার মধ্যে যদি কোন প্রকার ভূল ত্র“টি লনীয় হয়, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি।
আর একটু কষ্ট করে ভূল গুলো ধরিয়ে দিবেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
“আল্লাহ হাফেজ”

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More