আসসালামু আলাইকুম

রবিবার, ৪ মার্চ, ২০১২

আপডেট করে নিন সর্বোচ্চ গতির ভিডিও কনভার্টার

আমরা অনেকেই বিভিন্ন পোর্টেবল মিডিয়া প্লেয়ার বা মোবাইল ফোনের জন্য ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে যা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এমন অনেক সফটওয়্যারই আছে যেগুলো মোটামুটি কার্যকর। এগুলোর মধ্যে আমার দৃষ্টিতে সেরা হল সাইবারলিঙ্ক মিডিয়াএসপ্রেসো ৬.৫, এটি কম্পিউটারের গতি কমায় না মানে হার্ডওয়্যার এক্সিলারেশন করে না কনভার্ট করার সময় যেখানে অন্য কনভার্টারগুলো পুর সিস্টেমকে হ্যাং করে দেয়। এর আরও কিছু অনন্য বৈশিষ্ট্য হল Smart Detect, Direct Sync এবং CyberLink’s TrueTheater video enhancements…

এটির একমাত্র সীমাবদ্ধতা হল 3gp ফরম্যাটে মিডিয়া কনভার্ট করা যায় না। এটার সাহায্যে আপনি খুব সহজে ভিডিও ফাইলকে অডিও রূপান্তর করতে পারবেন। সম্প্রতি এই সফটওয়্যারটির একটি আপডেট রিলিজ হয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটি ইন্সটল করার নিয়ম হচ্ছে প্রথমে সেটআপ ফাইলটটি ইন্সটল করে সিরিয়াল কি দিয়ে একটিভেট করতে হয় তারপরে আপডেট ফাইল গুলো পর্যায়ক্রমে ইন্সটল করতে হয়।

এই লিঙ্কে ক্লিক করে লেটেস্ট আপডেটটি ডাউনলোড করে নিনঃ http://www.cyberlink.com/downloads/support/mediaespresso/patches_en_US.html

যাদের কাছে সফটওয়্যারটির ফুল ভার্সন নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন……
এছাড়াও আরেকটি জনপ্রিয় ভিডিও কনভার্টার হল জিলিসফট ভিডিও কনভার্টার আল্টিমেট ৭ যা সব ধরণের ফরম্যাট সাপোর্ট করে।

এটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More