আসসালমু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ এই পেইজের সবার শুবকামনায় শুরু করছি আরেকটি মজার টিউন যেটি প্রায় কম্পিউটার ইউজারদের জন্য প্রয়োজন হয় বিশেষ করে লেপটপ ইউজারদের জন্য সেটা হল কম্পিউটার ড্রাইভ বাড়ানোর কৌশল অনেকেই লেপটপ কম্পিউটার নেয়ার পর দেখে যে তার সি ড্রাইভে জায়গা বেশি সে তখন চাইযে তার সি ড্রাইভের জায়গা কমিয়ে অন্য একটি নতুন ড্রাইভ বানাবে তখনই সমস্যা…..আসলে এটা কোন সমস্যা না খুব সহজ নিম্মের পদক্ষেপ অনুসরণ করুন আপনিও পেরে যাবেন.,……..
প্রথমে ডেক্সটপ এর My computer এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Manage-Disk management থেকে C drive এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে shrink volume এ ক্লিক করে shrink করলে দেখবেন নতুন একটি ড্রাইভ তৈরী হয়ে গেছে …এ ছাড়া জায়গা বেশী থাকলে এবং ২/৩ টা ড্রাইভ বানাতে চাইলে সাইজ নির্ধারণ করে দিয়ে shrink করতে হবে……….
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন