আজ আপনাদের শেখাবো কিভাবে আপনারা কাঁটা দিয়ে কাঁটা তুলবেন। অর্থাৎ কিভাবে এক্সপির সিডি দিয়েই এক্সপির এডমিন পাসওয়ার্ড ভাংবেন। এজন্য নিম্মের ধাপগুলো অনুসরণ করুন-
১। এক্সপি সেটআপ শুরু করুন। এক্সপি লাইসেন্স এগ্রিমেন্ট-এ F8 চাপার পরবর্তী স্ক্রীণে R অর্থাৎ রিপেয়ার চাপুন।
২। এবার উইন্ডোজ তার প্রয়োজনীয় ফাইলগুলো কপি করার পর রিস্টার্ট নেবে।
৩। এবার উইন্ডোজ রিস্টার্ট নেবার পর (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে) উইন্ডোজ সেটআপ শুরু হলে Installing Devices নামক ধাপ চলার অবস্থায় Shift + F10 চাপুন। তাহলে ডস প্রম্পট উইন্ডো আসবে।
৪। এবার ডস প্রম্পটে NUSRMGR.CPL লিখে এন্টার চাপুন। তাহলে আপনার সামনে ইউজার একাউন্ট প্রপার্টিজ আসবে। এখান থেকে চাইলে আপনি ইউজার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন। আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে control userpasswords2 লিখে এন্টার চাপুন এবং ডস প্রম্পট স্ক্রীণ বন্ধ করে রিপেয়ার প্রসেস শেষ করুন। (আপনার উইন্ডোজ সেটআপ প্রসেস সিডি কী চাইলে সেটি টাইপ করে দিন)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন