আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

স্পাইওয়্যার টার্মিনেটর কি?

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশাকরি সকলে ভালো আছেন স্পাইওয়্যার হল এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যা আপনার কম্পিউটারে প্রবেশ করে আপনাকে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে, আপনার কম্পিউটারের তথ্য পাচার করে এবং সর্বপরি অপারেটিং সিসটেম এর কনফিগারেশনও পরিবর্তন করে ফেলে।

বাচাঁর উপায় কি?
এ হতে পরিত্রান পাওয়ার জন্য আপনি এন্ট্রি-স্পাইওয়্যার ব্যবহার করতে পারেন। আর এর জন্য কার্যকর এবং ফ্রী সমাধান হতে পারে
স্পাইওয়্যার টার্মিনেটর।
এটি স্পাইওয়্যার ছাড়াও পেইজ হ্যাইজাকার , এডওয়্যার , ম্যালওয়্যার, ওয়ার্ম, কর্মাশিয়াল কী লগারসহ বেশ কিছুর এন্ট্রি হিসাবে কাজ করে।
রয়েছে প্রতিদিন আপটেড এর ব্যবস্থা।
কোথায় পাবো?
ডাউনলোড করতে http://www.spywareterminator.com/download/download.aspx
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More