গুগল ওয়েব সার্চ বক্সে কোনো শব্দ প্রবেশ করানো মাত্র সেই শব্দটি আছে_এমন সাইটগুলোর লিংক তার ফলাফল পৃষ্ঠায় প্রদর্শন করে। এ ক্ষেত্রে কিছু কৌশল আছে, যা মেনে চললে অপেক্ষাকৃত ভালো সার্চ ফলাফল পাওয়া যায়।
একটি শব্দের অনুসন্ধান
ব্যবহারকারী যে বিষয়ে তথ্য খুঁজছেন, তার সংশ্লিষ্ট একটি শব্দ দিয়ে সার্চ করলে অনেক বেশি ফলাফল পাওয়া যায়। তবে শব্দটি যদি কোনো বাণিজ্যিক ট্রেডমার্ক কিংবা কোম্পানি ওয়েবসাইট হয়, তবে ব্যবহারকারী সহজেই তাঁর কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পাবেন।
একাধিক শব্দের অনুসন্ধান
একাধিক শব্দ যদি সার্চ বক্সে প্রবেশ করানো হয়, গুগল ধরে নেয় ব্যবহারকারী শব্দগুলো আছে_এমন সব সাইট দেখতে চাইছেন। এতেও বেশির ভাগ অনাকাঙ্ক্ষিত ফলাফল থাকে। ব্যবহারকারী যদি শব্দগুলো একসঙ্গে আছে_এমন সাইটগুলো দেখতে চান, তাহলে শব্দগুলোকে উদ্ধৃতি ("") চিহ্নের মধ্যে লিখতে হবে। সে ক্ষেত্রে ব্যবহারকারী শব্দগুলো যেই ক্রমে সার্চ বক্সে লিখেছেন, সেই ক্রমে শব্দগুলো যেসব ওয়েবসাইটে থাকবে_কেবল সে সাইটগুলোই ফলাফলে প্রদর্শিত হবে।
নির্দিষ্ট কোনো শব্দ খুঁজলে
নির্দিষ্ট কোনো শব্দ যদি ব্যবহারকারী খুঁজে পেতে চান, তাহলে সার্চ বক্সে শব্দটির সামনে (+) চিহ্ন দিতে হবে।
নির্দিষ্ট কোনো শব্দ বাদ দিতে চাইলে
এ ক্ষেত্রে ব্যবহারকারীকে নির্দিষ্ট শব্দটির সামনে (-) চিহ্ন দিতে হবে। এতে ফলাফল পাতায় নির্দিষ্ট শব্দটি বাদ পড়ে যাবে।
সুনির্দিষ্ট ধরনের সাইট খুঁজে পেতে
.com যুক্ত সাইট যদি অনুসন্ধান প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, তবে ব্যবহারকারী সাইটের ধরন নির্দিষ্ট করে দিতে পারেন। যেমন:
word1 site:edu ফলাফলে শিক্ষাসংক্রান্ত সাইটগুলো দেখানো হবে।
word1 site:gov ফলাফলে সরকারি সাইটগুলো দেখানো হবে।
word1 site:org ফলাফলে সেবামূলক সাইটগুলো দেখানো হবে।
word1 site:bd ফলাফলে বাংলাদেশের সাইটগুলো দেখানো হবে।
সুনির্দিষ্ট ফাইল টাইপ
ফাইলের ধরন সুনির্দিষ্ট করে দেওয়া সম্ভব গুগল সার্চে। যেমন: filetype:pdf ফলাফলে সব পিডিএফ ফাইল দেখা যাবে। একইভাবে .ppt (পাওয়ার পয়েন্ট ফাইল), .doc (মাইক্রোসফট ওয়ার্ড ফাইল), .swf (ফ্ল্যাশ প্লেয়ার ফাইল)সহ আরো অনেক ধরনের ফাইলের ধরন নির্দিষ্ট করে দেওয়া সম্ভব।
(সংবাদটি দৈনিক কালের কন্ঠ থেকে নেওয়া)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন