আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

কিভাবে আপনার HTML কোডকে সুরক্ষিত রাখবেন (নো কপি-পেস্ট)……..

লেখালেখি করতে ইদানিং ভালো লাগছে না, আর এখানে বিদ্যুতের জ্বালাতনে অস্থির অবস্থা । এই লেখাটা প্রতি সেকেন্ড আমাকে সেভ বরতে হবে, কখন না আবার বিদ্যুৎ চলে যায়!! যাইহোক, আজাকের বিষয়টা আমি মনে করি আমার গত দুই ব্লগ (টিউনারপেজে) থেকে বেশী গুরুত্বপূর্ণ । এটা সবার জানা, নেটে একটা ভাল জিনিস কয়েক হাজার বার কপি পেস্ট করে পোস্ট করা হয় ।কপি-পেস্ট যদি অনুমতি নিয়ে করা হয় তবে কোন সমস্যা নাই । আমি আমার ব্লগের অনেক কনটেন্ট দেখেছি অন্যরা অবলীলায় কপি পেস্ট করে দিয়েছেন । এখানে একটা বিষয় বলে রাখি, অনেকে ভাবেন Mouse এর Right Button option disable করে রাখলে আর সোর্স কোড দেখার কোন উপায় নাই!! এটা ভুল কথা, আমি একটা সিস্টেম জানি (পরে কোনদিন আপনাদের সাথে শেয়ার করা যাবে) যেটা দিয়ে আপনি যত প্রকার সুরক্ষাই নেন না কেন আপনার Html source code দেখা সম্ভব । তবে আমি নিজে এখন একটা পদ্ধতি ব্যবহার করি (সবখানে না , কিছু গুরুত্বপূর্ণ জায়গায়) যারা দ্বারা আপনি আপনার html code অন্যদের হাত থেকে রক্ষা করতে পারবেন । HTML Encrypter tool কিভাবে কাজ করে তা আমি আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি –

১মে এই লিংকে যান – http://tools.allursolve.com/html-encrypt.html
এবার আপনি যে কোডটা সিকিউরিটি দিয়ে রাখতে চান তা কপি করে পেস্ট করুন ১ম বক্সে (Keyboard থেকে Ctrl+V দিয়ে পেস্ট করবেন)
Encrypt বাটনে চাপ দেন (বোঝার অযোগ্য একধরনের কোড এ কনভার্ট হয়ে যাবে, ভয়ের কিছু নাই সবকিছু স্বাভাবিকভাবে কাজ করবে) এবং Converted code কপি (Ctrl+C) করে আপনার কাঙ্খিত জায়গায় পেস্ট করুন
একটা সাজেশন সবার জন্য, আপনি যখন HTML কোড Encrypt করবেন সাথে নিজের সাইটের লিংক বা এ্যাড কোড রাখবেন, তাহলে যে এই converted code কপি পেস্ট করতে চাইবে তখন আপনার লিংকসহ পেস্ট করতে হবে কারণ code আলাদা করার কোন উপায় নাই । নীচের ছবিটা খেয়াল করুন –


আজ আর না, আবহাওয়া অনেক গরম, ধীরে ধীরে বাস করা কঠিন হয়ে যাচ্ছে । সবাই ভাল থাকবেন ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More