আসসালামু আলাইকুম

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

কোন সফটওয়্যার ছাড়া ছবির সাইজ কমান/ছোট করুন


 আজ আমরা জানবো কীভাবে কোন সফটওয়্যার ছাড়া ছবির সাইজ ছোট বা কমানো করা যায় তা শিখবো । তাহলে আসুন শুরু করি ।
প্রথমে দেখুন এডোবি ফটোশপ দিয়ে কাজ করার পর ছবিটার সাইজ । আর আমাদের সিস্টেমে সফটওয়্যার ছাড়া এডিট করা ছবির সাইজটা । কতো কম ঠিক না । তাহলে শুরু করা যাক ।
প্রথমে Start এ যান । তারপর Programs এ যান পরে Accessories এ যান । এবার চিত্র অনুযায়ী Paint প্রোগ্রামটা ওপেন করুন । এটা উইন্ডোজ এ অটোমেটিক দেয়া থাকে ।
তারপর আপনি যে ছবির সাইজটা কমাতে বা ছোট করতে চান তা ওপেন করুন । ওপেন করতে হলে প্রথমে File এ যান তারপর যে জায়গার আপনার ছবিটা সেভ করা আছে সেখানে গিয়ে ছবিটা সিলেক্ট করে Open এ ক্লিক করুন তাহলেই ছবিটা Open হয়ে যাবে ।
তারপর কোন কাজ করা ছাড়াই ছবি ওপেন করার পর আবার File এ গিয়ে Save এ ক্লিক করুন । Save এ ক্লিক করার পর চার্ট আসলে Save in এ কোন জায়গায় Save করতে চান তা সিলেক্ট করুন । তারপর File Name এর ঘরে যে নামে Save করতে চান সে নাম লিখুন । আবার Save as type এর ঘরে JPEG (*.JPG;*.JPEG;*.JPE;*.JFIF) সিলেক্ট করে Save এ ক্লিক করুন । কাজ শেষ । এখন ফাইলটি ওপেন করে দেখুন তফাত টা ।
*** আবারো বলছি টিউনে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ।
সবাইকে অসংখ্য ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More