ভাই কেমন আছেন? জি আপনাকে বলছি? আপনিকি বন্ধুর সাথে একটু ফাজলামি করতে আগ্রহি আছেন? তাহলে ঠিক পোস্ট খুলেছেন। এখানেই পাবেন এমন ফাইজলামি ট্রিকস :p তবে এটি একদিক থেকে আপনাকে রক্ষা করতে পারে। কেউ চাইলে আপনার কম্পিউটার এর থিম, কালার বা অন্য কিছু পরিবর্তন করতে পারবে না যদি আপনি এই সিস্টেম টি চালু করে রাখুন। আজকে আমরা দেখে নিব কিভাবে ডেক্সটপ থেকে মাউস এর রাইট ক্লিক ডিসাবল মানে অচল মানে রাইট ক্লিক বন্ধ করে দিতে পারবেন আপনি।
১) Start button থেকে run এ গিয়ে টাইপ করুন regedit তারপরে Enter চাপুন।
২। এবার এখানে যাবেন
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
৩। এবার সাইড প্যানেল এ ক্লিক করে নতুন DWORD যুক্ত করে নাম দিন NoViewContextMenu এবং value data বক্স এর মাঝে ভেলু দিন 1
৪) এবার পিসি রিস্টার্ট দিন।
৫) পুনরায় রাইট ক্লিক এনাবল করতে আগের মত সেই জায়গায় গিয়ে শুধু NoViewContextMenu ডিলিট করে দিন। তারপরে পিসি রিস্টার্ট দিলেই মাউসের রাইট ক্লিক আবার চালু হয়ে যাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন