আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৮ মে, ২০১২

১০ বোর্ডের পাঁচ শ’ কলেজে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করুন


ঢাকা শিক্ষা বোর্ডের ১৫২টিসহ ১০ শিক্ষা বোর্ডের নির্বাচিত পাঁচ শ’ কলেজে শুক্রবার মধ্যরাত থেকে টেলিটকে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন শুরু করেছেন সদ্য মাধ্যমিক পাস করা শিক্ষারর্থীরা। বিড়ম্বনাহীন এ প্রক্রিয়ায় আগামী ৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন/এসএমএস করা যাবে। তবে বাকি কলেজ ও ইনস্টিটিউটটে সাধারণ নিয়মেই ভর্তির আবেদন করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত অনলাইনের জন্য নির্বাচিত কলেজের অনুকূলে টেলিটকে আবেদন করেছে ১১ হাজার শিক্ষার্থী।
148749 375850995793816 137463592965892 1046414 1813999385 n ১০ বোর্ডের পাঁচ শ’ কলেজে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করুন
ভর্তি নীতিমালা, অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত কলেজের তালিকাসহ এ সংক্রান্ত সব তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পাওয়া যাচ্ছে। এছাড়া সব বোর্ডের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বোর্ডের অনলাইনের জন্য নির্বাচিত কলেজের তালিকাও পাওয়া যাচ্ছে। জানা গেছে, এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে কোন বাছাই বা ভর্তি পরীক্ষা নেয়া হবে না। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তি হবে শিক্ষার্থীরা। একাদশ শ্রেণীতে ৬০০ জনেও বেশি ছাত্রছাত্রী ভর্তি করানোর অনুমতি আছে এমন কলেজসমূহে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। তবে ৩০০ জনের অধিক আসন থাকা কলেজ কর্তৃপক্ষও অনলাইনে ভর্তি করতে পারবে।
ssc admission002 899x155 ১০ বোর্ডের পাঁচ শ’ কলেজে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করুন
ssc admission0011 ১০ বোর্ডের পাঁচ শ’ কলেজে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করুন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More