সবাই কেমন আছেন, সবাইকে সুন্দর সকালের মিষ্টি শুভেচ্ছা, আশা করি আপনাদের সবার সকাল সুন্দর হউক, সারা দিন যাতে সুন্দএ ভাবে সুন্দরের পথে চলতে পারেন সেই কামনা করে শুরু করছি
আজ আমি আপনাদের সেই জিনিশ টা দেব এটা হল মজিলা ফায়ারফক্স এর একটা জটিল এডঅন্স এইটার সাহায্যে আপনি আপনার মজিলার ব্যাকগ্রাউন্ড পাল্টে দিতে পারেন এখন আর ট্যাব খুললে সাদা বকের পাখা দেখতে হবে না ছোট্ট একটা এডঅন্স ইন্সটল করে নেন মজিলা রিস্টার্ট করেন ব্যাস কাজ শেষ এইবার + বাঁটনে গুতা মারেন আর দেখেন আপনি কি করেছেন মজিলারে তোঁ পুরা রংধনু বানাইয়া দিলেন। প্রতিবার + বাঁটন ক্লিক করে নতুন ট্যাব খুলবেন আর প্রতিবার নতুন নতুন ছবি আসবে। ওহ যেটা মজার ব্যাপার এই এডঅন্স দিয়ে আপনি আপনার পিসি থেকে যে কোন সাইজ এর ইমেজ অ্যাড করতে পারবেন আপলোড বা ডাউনলোড এর ঝামেলা নেই যতখুশি ইমেজ অ্যাড করে নেন আপনার ফটো অ্যাড করার জন্য যা করতে হবে টা হল এই এডঅন্স টি ইন্সটল করে মজিলা রিস্টার্ট করেন তারপর + মানে নিউ ট্যাব ওপেন করেন দেখবেন ব্যাকগ্রাউন্ড পাল্টে গেছে এখন আপনি ব্যাকগ্রাউন্ড এর উপর মাউস এর রাইট বাঁটন ক্লিক করে একদম নিচের অপশন্স টি সিলেক্ট করেন (browse backgroud) এরপর কাজ সহজ এড বাঁটন আছে ব্রাউজ করে আপনার ছবি এড করে ওকে দিন ব্যাস কাজ শেষ
লিঙ্ক টা হল https://addons.mozilla.org/firefox/downloads/latest/10550/addon-10550-latest.xpi?src=dp-btn-primary
ভাল থাকবেন কোন প্রকার ভুল ত্রটি হলে ক্ষমা করবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন