আসসালামু আলাইকুম

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

মোবাইল দিয়ে পুরো কম্পিউটার নিয়ন্ত্রন করুন।

আজকের সফ্টওয়্যার এবং বিষয় হল ঃ
কি ভাবে মোবাইল এর ব্লুটুথ বা ওয়াইফাই ব্যাবহার করে মোবাইলের স্কিনের মাঝে কম্পিউটার এর সম্পূর্ণ স্কিন বা মনিটর কে নিয়ে আসা যায়,এবং আপনি মাউস দিয়ে যে ভাবে  কাজ করেন বা যে কোন কাজ সমাধা করেন ঠিক সে ভাবে যে কোন কাজ সমাধান করতে পারবেন আপনার ব্লুটুথ বা ওয়াইফাই সাপোর্ট করা যে কোন হ্যান্ড সেট দিয়ে মোবাইল স্কিনে পিসি স্কিন বা মনিটর প্রদর্শন করে।
এ নিয়ে বিষদ বিবরণ আমি দিচ্ছি না,কারন আমি লিখতে গেলে মনে হয় অনেক বড় হয়ে যাবে আমার ব্লগ টি আর খামাখা লিখে লিখে কি লাব,তার ছেয়ে ভাল হয় চলুন আপনাদের কে স্কিন
সর্ট গুল দেখিয়ে দেই, সর্ট গুল দেখলেই এর ব্যাবহার ও কি কি করতে পারবেন আপনারা নিজ
থেকেই বুজে যাবেন।
এবং সব মিলিয়ে সহজ ভাবে বলছি ধরুন আপনি কারো সাথে চ্যাট করছেন ফেইসবুক বা অন্য কোন সফটওয়্যারে কম্পিউটার থেকে,এখন চ্যাট কারীর প্রতিউত্তর করার জন্য/বা চ্যাট লোগো দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার কম্পিউটার স্কিন দেখে তার প্রতি উত্তর করতে হবে >> আর এই সফ্টওয়্যার টির মাধ্যমে আপনি সেটা দেখতে ও প্রতি উত্তর করতে পারবেন মোবাইলের মাধ্যমে আপনার  ব্লুটুথ বা ওয়াইফাই  এরিয়া/রেঞ্জ যত টুকু কাভার করে
তার ভিতর থেকে + যে কোন ফাইল ওপেন করা,ডিলেট করা,মিউজিক প্লে করা,নেট ব্রাউজিং করা কোন ডকুমেন্ট তৈরী,করা পিসি সার্ট ডাউন করা থেকে সব কিছু সব কিছু করা সম্ভব উহাতে।
প্রথমে সফ্টওয়্যার টি ইনস্টল করে নেন আপনার সিস্টেমে, তারপর রেজিষ্ট্রেশন এন্ট্রি ফাইলে ডাবল ক্লিক করবেন এবং ওকে,ওকে প্রেস করবেন এবার আপনার সফ্টওয়্যার টি ফুল ভার্সন হয়ে গেল ব্যাবহার নিয়ে আর কোন ভয় নেই,তবে রেজিষ্ট্রেশন সাকসেস কিনা দেখে নিতে ভুলবেন না কিন্তু,কারন এটা ফ্রি থাকলে দেখবেন এক ভাবে আর যখন রেজিষ্ট্রেশন করবেন তখন দেখবেন আরেক ভাবে যখন রেজিষ্ট্রেশন হবে তখন আপনি নিজেই বুজবেন আশা করি।

ইন্সটল শেষে ওপেন করুন এর আইকনে ক্লিক করে
এবং খয়েরী রং এর বক্সে ক্লিক করুন install phone client কে

তারপর যে ফোল্ডার টি আসবে ওখান থেকে ৫.২ ওপেন করুন এবং ২টি ফাইল পাবেন,আপনার
ফোনে কোন টা সাপোর্ট করবে সেটি কে কপি নিয়ে ফোনে নিয়ে ইন্সটল করে নিন
কোন কোন ফোনে দেখলাম ২ট ছাড়া ইন্সটল হয়না আপনার ক্ষেএে যদি এমন
হয় তাহলে আপনি ও ২টাকেই একসাথে ফোনে কপি করে নেবেন এবার
১টা বা ২টা লাগুক সমস্যা নেই আর ২টা মিলিয়ে সাইজ মাএ ৯১কেবি

ফোনে ইন্সটল শেষে এই রকম দেখবেন এবং ধরুন আপনার মোবাইল ফোন এখন রেডি বা
তৈরী আপনার পিসি কে কনট্রোল করার জন্য, সিলেক্ট করুন mouse controller,এবং ব্লুটুথ
বা ওয়াইফাই কে আগে থেকে সক্রিয় করে নেবেন ফোন এবং ল্যাপটপ বা ডেস্কটপ এর

আবার  ক্লিক করুন Settings কে এবং
আপনি ব্লুটুথ না ওয়াইফাই দ্বারা নিয়ন্ত্রন করতে চান সেটা সিলেক্ট করে ওকে দিন এখানে যদি
সার্ভিস পাস কোড চায় তাহলে এখানে যাহা দেখবেন মোবাইল এ ও  তাহা দেবেন

ক্লিক করুন Connect From Pc এবার ক্লিক করুন Select Phone এবং সার্চ করুন,পূর্বে
আপনি যে ফোনে এই সফটওয়্যার ইন্সটল করেছেন অবশ্যই সেই ফোনের ব্লুটুথ অন করে
রাখবেন এবং কিছু সেকেন্ড এর মধ্যে আপনার ফোন কে দেখতে পাবেন এখানে এবার সিলেক্ট
ফোন, দেখুন সফটওয়ারটি তে দেখবেন Nokia0000…Connected এবার ফোন থেকে-
(( কানেক্ট যদি না হয় তাহলে ফোনে ব্লুটুথ কে সার্চ দেবেন এবং পিসিতে সিলেক্ট ফোন কে
ক্লিক করে ২-টাকে এক সাথে সার্চ করাবেন মাস্ট কানেক্ট হবে ইউথ ইন ১০সেকেন্ড))
-Mouse Controller কে ফ্রেশ করা মাএই দেখবেন যাদুরমত আপনার মনিটর স্কিন কে দেখা
যাচ্ছে আপনার মোবাইল স্কিনে এবার ফোন এর কনট্রোল ফাংশান কে একটু এদিক ওদিক
ঘুরিয়ে দেখুন আর লক্ষ্য করুন পিসির কনট্রোল মাউস এর প্রতি সে আপনার ইশারায়
কাজ করছে কিনা।

যারা ডেস্কটপে এর ব্যাবহার করতে চান আপনাকে অবশ্যই এক্সটা ব্লু টুথ ডুংগল দিয়ে
এটা ব্যাবহার করতে হবে,অন্যথায় সম্ভব নয়, এবং ল্যাপটপ ব্যাবহার কারিদের কোন
কিছুর প্রয়োজন নেই কারন ল্যাপ্টপে ব্লু টুথ এবং ওয়াইফাই ২টিই থাকে,কোন কোন
পুরনো ল্যাপটপে আবার থাকেও না সে ক্ষেএে ও ডুংগল  জরুরি।
অনেকেই বলে থাকেন ভাই কাম করেনা কি সফটওয়্যার দিলেন এইডা ফ্রি ভুয়া ইত্যাদি ?????
তো সেটা দেখানোর জন্য এই স্কিন সর্ট দিলাম আপনারা যদি সঠিক ভাবে কাজ করতে না
পারেন তার জন্য আমি দায়ী থাকবো কেন , এই সফটওয়্যার টি আমি যে ভাবে বলছি এই ভাবে
করে দেখুন এবং ক্লিক করুন দেখার জন্য purchase এর মাজে দেখুন ফুল ভার্সন কিনা।

সফটওয়্যার ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে
সাইজ মাএ ৩.২৯ এমবি
এবং একি সাথে ৩টা ফাইল আছে ১টা হল সফটওয়্যার আরেকটা ইংলিশ ব্যাবহার নির্দেশিকা
এবং অন্য টি হল রেজিস্টার করার জন্য ।
আপনাদের কমেন্ট পেলে আরও ভাল কিছু উপহার দেব ইনশাআল্লাহ্‌…।
আমি অনেক দ্রুত ভাবে এর কাজ সম্পন্ন করেছি তাই ভুল হলে দুঃখিত
ভাল থাকুন,এবং ভাল কাজ করুন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More