আসসালামু আলাইকুম

রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

এখন থেকে মোবাইলের ইন্টারনেট কনফিগারেশন নিন ইন্টারনেট থেকে

সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন রকম মেসেজ অথবা কাস্টমার কেয়ার সেন্টারে কল করা ছাড়াই ইন্টারনেট থেকে মোবাইলে ইন্টারনেট সেটিং কনফিগার করা যায়।
প্রথমে যে কোন ইন্টারনেট চালিত কোন মোবাইল অথবা কম্পিউটার থেকে ► এই সাইটে : যান।
তারপর আপনাকে পাচটি ধাপ সম্পূর্ণ করতে হবে।
১ম দুই ধাপে আপনাকে আপনার সেট এর মডেল সিলেক্ট করে দিতে হবে।
৩য় ধাপে আপনাকে আপনার মোবাইল এর নাম্বার দিতে হবে।
৪র্থ ধাপে আপনি কোন অপারেটরের সেটিং চান তা সিলেক্ট করেন।
৫ম ধাপে ক্যাপচা পূরন করে কনফার্ম করুন।
দেখবেন আপনার মোবাইলের অটো ইন্টারনেট সেটিং চলে আসছে।আপনাকে 1234 পিন দিয়ে সেটিং সেভ করতে হবে।
এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের মোবাইল অপারেটরের ইন্টারনেট সেটিং নিতে পারবেন।
আমি এই সাইটটির ঠিকানা পেয়েছি বাংলালিঙ্কের ফেইসবুক ফ্যান পেইজের এডমিন থেকে।
তাই ওই পেইজের লিঙ্কটা ও দিয়ে দিলাম।আপনি ইচ্ছে করলে লাইক করতে পারেন
Banglalink – Making A Difference :
সবাইকে ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্যে জানাবেন।সবাই ভালো থাকবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More