আসসালামু আলাইকুম

বুধবার, ১৪ মার্চ, ২০১২

আমার দেখা আইকন তৈরির সব থেকে সেরা সফটওয়্যার Perfect Icon v4.2



এতদিন যারা আইকন ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন তাদের জন্য সুখবর হচ্ছে তাদের এখন আর আইকন ডাউনলোডের জন্য ইন্টারনেটে যাওয়া লাগবে না, ছোট্ট এই সফটওয়্যার দিয়েই আপনি নিজের ইচ্ছা মত হাইকোয়ালিটি আইকন তৈরি করতে পারবেন।

এর আগেও আমি বেশ কয়েকটি আইকন সফটওয়্যার ইউজ করেছি কিন্তু কোনটাতে এটার মত কাষ্টোমাইজিং সুবিধা পাইনি।

এটি দিয়ে ভিবিন্ন ইষ্টাইলের আইকন আইকন তৈরি করতে পারবেন, উপরের ছবি দেখে আশা করি কিছুটা বুঝতে পেরেছেন।

ছবিকে যতটুকু দরকার Crop করে আইকন হিসেবে নিতে পারবেন।

ছবিকে Zoom In বা Zoom Out করে নিদৃষ্ট অংশ আইকন হিসেবে নিতে পারবেন।

এটা দিয়ে আপনি আপনার পিসির ড্রাইভের আইকনেও নিজের দেওয়া ছবি সেট করতে পারবেন।,

এর জন্য আপনাকে যা করতে হবে , Tools> Customize Windows> drivers এ যান তাহলেই ড্রাইভের আইকন দেওয়ার অপশনটি পেয়ে যাবেন। আপনার ড্রাইভে আইকন সিলেক্ট করা হলে তা দেখা না গেলে পিসি রিস্টার্ট দিন।

নিচের ছবিতে দেখুন আমি আমার পিসিতে নিজের ছবি দিয়েছি


ডাউনলোড লিংক

পাসওয়ার্ড : elip

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More