আসসালামু আলাইকুম

বুধবার, ১৪ মার্চ, ২০১২

ফেসবুকে আপনার বন্ধুত্বের বাধন ছিন্ন করল এমন বন্ধুকে খুঁজে বের করুন সহজেই


প্রায়ই আমরা দেখি যে আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ডদের সংখ্যা কমে যায় ,মাঝেমাঝে খুঁজে ও বের করতে পারি না কারা ডিলিট করল । এই খুঁজে পাওয়ার কাজটি তে আপনাকে সাহায্য করতে দরকার পরবে, মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি । সেই সাথে Greasemonkey এড ওয়ান লাগবে।এটি আপনি এই খান থেকে ইনস্টল করে নিতে পারেন।
ইনস্টল হওয়ার পর আপনি ফায়ারফক্স রিস্টার্ট দিবেন।এবং ব্রাউজারের নীচে এই রকম একটি আইকন দেখতে পাবেন।


এবং এর পর এই ওয়েব সাইটে গিয়ে এই আইকনে ক্লিক করে গ্রীসমাঙ্কি এর এই স্ক্রিপ্টটি ইনস্টল করে নিবেন।

এর পর ফেসবুক ওপেন করলে আপনি প্রোফাইলের পাশে Unfriends নামে একটি অপশন পাবেন। এবং এই খানে আপনাকে একটি শর্ট টিউটোরিয়াল দেওয়া হবে www.unfriendfinder.com সম্পর্কে।

এর পর থেকে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কারা আপনাকে ফ্রেন্ড-লিস্ট থেকে ডিলিট করেছে এবং কারা এখনো আপনাকে ঝুলিয়ে

রেখেছে ফ্রেন্ড হওয়া থেকে।

এর সাহায্য আপনি গুগল ক্রোম,সাফারি এমনকি অপেরাতে ও একই কাজ করতে পারেন।

তো খুঁজে বের করুন আপনার সেই বাঁধনহারা বন্ধুদের।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More