আসসালামুওয়ালাইকুম!!! কেমন আছেন সবাই? অনেক দিন পর একটি পোষ্ট করার সময় হল।
তাহলে শুরু করা যাক। আশা করি এই নিয়ে কেও আগে পোষ্ট করেনি। আমি আমার ব্রাউজারে বিভিন্ন থিম ব্যাবহার করি, হঠাৎ মনে পরল কেন না এই নিয়ে একটা পোষ্ট করে ফেলি। আমরা গুগল ক্রোম অনেকে পছন্দের ব্রাউজার হিসেবে ব্যাবহার করি। তাই এই থিম তৈরি করার সফটওয়ারটি শুধুমাত্র গুগল ক্রোমের জন্য প্রযোজ্য, এবং আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই পারবেন।
কি কি লাগবে?
গুগল ক্রোম থেকে এখানে ভিসিট করুন।
অথবা, এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন।
ব্যাবহারবিধি খুব সহজ - আপনি প্যানেল, টেব, বেকগ্রাউন্ড ইত্যাদি ছবি আপলোড করে অথবা, বিভিন্ন রঙ্গে আপনার পছন্দসই দিতে পারবেন।
কিছু স্ক্রিনশটঃ
থিম ফাইলটির নাম দিন, তারপর ইচ্ছে করলে সাথে সাথে আপনার ব্রাউজারে সেট করতে পারবেন। অথবা, আপনি Compile and Download করে রেখে দিতে পারেন। পরে যেকোন সময়ে গুগল ক্রোমে Drag-and-Drop করলেই হবে। অথবা, টুলস -> এক্সটেনশন লিস্টে আপনার থিম সিলেক্ট করতে পারবেন।
উপরের সফটওয়ারটির ও একইভাবে প্রয়োগ করতে পারবেন।
আশা করি পোস্টটি ভাল লেগেছে। আর ভাল লাগলেই আমার শেয়ার করার সার্থকতা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন