আসসালামু আলাইকুম

শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

Recycle Bin এর নাম রিনেম করে Dustbin করুনতো দেখি !!!

হ্যা বন্ধুরা, যারা পারেন তারা তো জানেন ই। আর যারা না জানেন তারা দেখুন, আর মিনিটেই পরিবর্তন করে ফেলুন Recycle Bin এর নাম। কি অবাক লাগছে ? হ্যা এটা বলতে পারেন মিনি যাদু। কাথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক।

> প্রথমে Start মেনু থেকে Run ক্লিক করুন।

> এর পর regedit লিখে ইন্টার চাপুন।

>তারপর HKEY_CURRENT_USER থেকে Software\Microsoft\Windows\ShellNoRoam\MUICacheপর্যন্ত যেতে হবে।

> এবং খুজে বের করুন এই লেখাটি @C:\WINDOWS\system32\SHELL32.dll,-8964 এর উপর ডাবল ক্লিক করুন।

>এবার Recycle Bin এর পরিবর্তে Dustbin/ Trash / ডিলিট বক্স/ আবর্জনা ইত্যাদি যা ইচ্ছে তা লিখুন এবং Ok করে ক্লোজ করুন।

সবশেসে ডেস্কটপে একবার Refresh করুন। আর দেখুন মিনি যাদু।

হ্যা এটা শুধু Windows XP এর জন্য প্রযোজ্য; অন্য OS কাজ করবে কি না জানা নাই। তবে ট্রাই করে দেখতে পারেন, সমস্যা হলে জানাবেন

ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More