গ্রামীন মডেম এর একটি দারুন প্লাগইনস।
আমি অনেকদিন থেকে গ্রামীন মডেম দিয়ে পি৬ ব্যবহার করি। কিন্তু এতদিন একটি সমস্যা দারুন ভাবে ভোগাত। তা হলো আমি কতটুকু ব্র্যান্ডইথড ব্যবহার করেছি তা জানার কোন উপায় ছিল না। এর জন্য মডেম থেকে সিম খুলে মোবাইলে সিম ঢুকিয়ে তারপর দেখতে হত। কিন্তু আমি এখন ব্রান্ডইথড এর ব্যালেন্স পিসি থেকেই দেখতে পারি। আপনিও যদি তা করতে চান তাহলে খুব সহজে করতে পারেন। এর জন্য নিচের লিংকে গিয়ে আপনার মডেমের মডেল অনুযায়ী উপযুক্ত সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। এরপর দেখবে USSD নামে ছবির মতো নতুন একটি আইকন যুক্ত হয়েছে। সেখানে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্স থেকে শুরু করেপ্রি-পেইড কার্ড রিচার্জ, ব্যালেন্স জানা, বিভিন্ন প্যাকেজের ব্যাবহারসীমা সহ সকল USSD সার্ভিস সমূহ উপভোগ করতে পারবেন।
Huawei EG162G এর জন্য লিঙ্ক (সাইজ ৯৪ কিলোবাইট)
http://www.mediafire.com/?iymybd23k5z
Huawei E1550 এর জন্য লিঙ্ক (সাইজ ৩৫৫ কিলোবাইট)
http://www.mediafire.com/?enymmj2gtkn
fvj _vK‡eb mevB, ab¨ev`
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন