আসসালামু আলাইকুম

সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

আসা করি এটি সব প্রকার সেট এই কাজ করবে তবে আমার মত যারা Symphony হ্যান্ডসেট ব্যাবহার করেন তাদের জন্য উপকারী আমি সিউর দিয়ে বলতে পারি কারন আমি নিজে এটি ব্যবহার করছি।চায়না সেট নিয়ে অনেকেই বিপদে আছেন হয়ত। তবে এখন আর বিপদ থাকবে না কারনঃ-


আসুন দেখি এটা দিয়ে কি কি কাজ করা যায়ঃ

১. হ্যান্ডসেটের তথ্য ব্যাকআপ এবং রিষ্টোর করতে পারবেন

২. হ্যান্ডসেটকে ডায়ালআপ মোডেম হিসেবে ব্যাবহার করতে পারবেন

৩. কন্টাকনাম্বার ব্যাকআপ করতে পারবেন

৪. মেসেজ ব্যাকআপ করতে পারবেন

৫. মোবাইলের এলার্ম কখন দিয়েছেন সেটা চেক করতে এবং পরিবর্তন করতে পারবেন।নিচের লিঙ্ক থেকে সফটওয়ারটা ডাওনলোড দিয়ে জিপ ফোল্ডারটা খুলে setup.exe ফাইলটা ডাবলক্লিক করে ইন্সটল করুন।

Click This Link

ইন্সটল কম্পলিট করে মোবাইলটা ডাটা কেবল দিয়ে কম্পিঊটারে সংযুক্ত করে মোবাইল থেকে com port সিলেক্ট করুন। প্রথমবার ড্রাইভার সেটআপ হয় তাই হয়তো খানিক সময় নিবে কিন্তু এরপর থেকে মোবাইল কানেক্ট করে com port সিলেক্ট করে সফটওয়্যারটা চালু করলেই মোবাইল কানেক্টেড দেখাবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More