আসসালামু আলাইকুম

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

ওয়েব সাইট তৈরির বাংলা ভিডিও টিউটোরিয়াল(৩৮টা ভিডিও)

ওয়েব সাইট তৈরির ভিডিও টিউটোরিয়াল এবং সি প্রোগ্রামিং শিখার বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে youtube এ ।

ভিডিও দেখার চ্যানেল টি হল : এখানে

ওয়েব সাইট বানানোর জন্য অনেক ভিডিও টিউটোরিয়াল আপনি পাবেব youtube এ। এটা সবার ভালোই জানা আছে। কিন্তু লক্ষ করলে দেখা যাবে যে বাংলায় এর সংখ্যা খুবই কম বা নেই বল্লেই চলে বিশেষ করে প্রোগ্রামিং শাখায়।

মনে হয় আমার তৈরি সি প্রোগ্রামিং টিউটোরিয়াল বাংলায় youtube এ প্রথম। যদিও মাত্র ১১ টা ভিডিও আপনাকে তো সি প্রোগ্রামিং শিখাতে পারবেনা কিন্তু এটা স্টার্ট করার জন্য ভালো আর আমার তৈরি এই ভিডিও টিউটোরিয়াল আপনাকে শুধু basic ধারনা দিবে।

আমি আর টিউটোরিয়াল তৈরি করেছি Web Page Maker এবং এর মধ্যে কিছু PHP কোড ব্যাবহার করে PHP ওয়েবসাইট তৈরি করা যা Advanced Web Page Maker শাখায় আছে।

Advanced Web Page Maker শাখায় এ ৪ টি ভিডিও আপনাকে PHP ওয়েবসাইট তৈরি করার জন্য একটা Standard Template তৈরি করতে সাহায্য করবে এবং সেই Standard Template এর মধ্যে Dynamic Page তৈরি করতে সাহায্য করবে খুব সহজেই।

আমি খুব দুঃখিত যে ভিডিও গুলো খুব ভালো কুয়ালিটির না। আমার কাছে মেইন ফাইল avi থাকা সত্তেও ইন্টারনেট স্পীড খুব স্লো হয়ায় টা upload করতে পারিনি কিন্তু জলদি আমি তা চেষ্টা করব।

এগুলো সব ফ্রী । আর ফেউচারে আরও অনেক বাংলা টিউটোরিয়াল দেখতে পারবেন আমার ওয়েবসাইট এ ।

এই ভিডিও গুলো সব এক সাথে পাবেন এ ওয়েবসাইট এর ঠিকানা হল : www.thebdcoder.com


ধন্যবাদ সবাইকে

1 comments:

ধন্যবাদ ভাই । আপনার কিছু টিউটো দেখলাম , ভাল লাগলো । বিশেষত Dynamic Page তৈরির টিউটো গুলো । তবে আমাকে একটু বলবেন কি যে, " web page maker " দিয়ে user registration এবং user profile maintain এর কাজ করা যায় কিনা ? এছাড়াও Mysql এর ডাটাবেস কানেক্ট করা যায় কিনা ??

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More