আসসালামু আলাইকুম

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

যে কারো মেইল আইডি থেকে ফেক মেইল করুন যে কাউকে

কি খবর সবার? আজকের পোস্ট এর মতন এর আগেও একটি পোস্ট করেছিলাম। তবে এটি নতুন একটি সাইট এবং আজকে আপনারা এই সফটওয়্যার টি ডাউনলোড ও করে নিতে পারবেন। এটি ব্যবহার করে আপনি খুব সহজে যে কার মেইল আইডি ব্যবহার করে যে কোন বেক্তিকে মেইল করতে পারবেন।বন্ধুদের একদম পুরদমে হকচকিয়ে দিতে পারবেন কিছু মুহুরতের জন্যে। তবে এই সফটওয়্যার আপনি নিজেও বানিয়ে নিতে পারেন একটি খুব সামান্য কিছু কোডিং দিয়ে। এর পরের দেখাবো কিভাবে এমন একটি সফটওয়্যার নিজেই বানিয়ে নিতে পারবেন।

১। এখানে ক্লিক করে সাইটে যান (কোন প্রকার সাইপ আপ, লগইন করতে হবে না।)

২। সব কিছু লিখে সেন্ড বাটনে ক্লিক করলেই মেইল চলে যাবে।

৩। অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More