সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন রকম মেসেজ অথবা কাস্টমার কেয়ার সেন্টারে কল করা ছাড়াই ইন্টারনেট থেকে মোবাইলে ইন্টারনেট সেটিং কনফিগার করা যায়।
প্রথমে যে কোন ইন্টারনেট চালিত কোন মোবাইল অথবা কম্পিউটার থেকে ► এই সাইটে : যান।
তারপর আপনাকে পাচটি ধাপ সম্পূর্ণ করতে হবে।
১ম দুই ধাপে আপনাকে আপনার সেট এর মডেল সিলেক্ট করে দিতে হবে।
৩য় ধাপে আপনাকে আপনার মোবাইল এর নাম্বার দিতে হবে।
৪র্থ ধাপে আপনি কোন অপারেটরের সেটিং চান তা সিলেক্ট করেন।
৫ম ধাপে ক্যাপচা পূরন করে কনফার্ম করুন।
দেখবেন আপনার মোবাইলের অটো ইন্টারনেট সেটিং চলে আসছে।আপনাকে 1234 পিন দিয়ে সেটিং সেভ করতে হবে।
এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের মোবাইল অপারেটরের ইন্টারনেট সেটিং নিতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন