আসসালামু আলাইকুম

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

আপনার windows os–এ মাউস কাজ করবে স্বয়ক্রিয় ভাবে:

Windows OS-এ অনেক সময় দেখা যায় কিছু Dialogue Box আসে যেগুলা আপনার command নিশ্চত করার জন্য ব্যবহত হয়, যেমন ধরেন আপনি একটি ফোল্ডার ডিলেট করবেন তখন আপনি ঐ ফোল্ডারটি Delete করার পরও আপনাকে নিশ্চিতের জন্য আবার জিজ্ঞেস করবে “Do You Want to Delete this Folder/File etc…?” Button- (YES/NO) তখন Windows-এ by default ভাবে সেট করা “Yes” Button–এ আপনার মাউস স্বয়ক্রিয় ভাবে চলে যাবে।

যেভাবে করবেনঃ-
প্রথমে আপনার Windows এর Start মেনু থেকে Control Panel–এ যান তারপর মাউস আইকনটি তে ক্লিক করে প্রবেশ করুন তারপর যে window টি আসবে সেটার তৃতীয় ট্যাব (Pointer Options)–এ ক্লিক করুন, তারপর সেই ট্যাব এর দ্বিতীয় ফ্রেম (Snap To)-এ একটি চেক বক্স (Automatically move pointer to the default button in a dialogue box) সেটি ক্লিক করে চেক করে দিন তারপর Apply, Ok ক্লিক করে বেরিয়ে আসুন।
ব্যস এখন থেকে আপনার মাউস উপরোক্ত দেখানো সকল Dialogue Box-এ স্বয়ক্রিয় ভাবে যেটি সম্ভাব্য সেই বাটনে চলে যাবে।

(সংগৃহিত)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More