আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

গোপনে কপি করে রাখুন বন্ধুর পেন ড্রাইভের সব কিছু

আপনার কম্পিউটারে যখনি কোন পেন ড্রাইভ লাগানো হবে সাথে সাথে এর সব ডাটা আপনার পিসিতে একটা নির্দিষ্ট ফোল্ডারে কপি হয়ে যাবে। এবং কেউ বুঝতে ও পারবে না। তবে আপনার নিজের পেন ড্রাইভ লাগালে হবে না। এমন ব্যবস্থাই করতে পারবেন ছোট একটি ইউটিলিটি সফটওয়্যার দিয়ে। এটি একটি নাম বিহীন সফটওয়্যার। তবে লোকজনকে ফাঁকি দেওয়ার জন্য Control Panel নাম দেওয়া হয়েছে।

সফটওয়্যারটি এই লিংক থেকে ডাউনলোড করুন। Control Panel নামের প্রোগ্রামটি কোথাও কপি করে চালু করুন(উপরের ছবির মত)। Install বাটনে ক্লিক করুন। Browse বাটনে ক্লিক করে কোথায় পেন ড্রাইভের ডাটাগুলো সেভ হবে তা দেখিয়ে দিন। এখানে উল্লেখ্য যে, প্রত্যেকটা পেন ড্রাইভ আলাদা ফোল্ডার হিসেবে সেভ হবে। এবার Start বাটনে ক্লিক করুন। আপনার পেন ড্রাইভের ডাটা সয়ংক্রিয়ভাবে কপি না করতে চাইলে friendflag.winxp নামে একটা ফাইল তৈরী করে তা আপনার পেন ড্রাইভের রুটে রাখুন। কোন পেন ড্রাইভে friendflag.winxp ফাইলটি থাকলে তার ডাটা কপি হবে না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More