আমরা অনেক সময় আমদের কম্পিউটারে অজান্তে Empty Folder তৈরি করে রেখে দেই, যার ফলে অসংখ্য ফাইল জমা হয়ে পড়ে এবং ভুলে যাই ফাইলটি ডিলেট করতে। এই সব Empty Folder কে চিহ্নিত ও ডিলেট করতে আপনাকে আর বেশী পরিশ্রম করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এসেছি EmptyFolderNuker নামের একটি পোর্টেবল সফটওয়্যার যা পিসি তে ইন্সটল করার কোন দরকার নাই। শুধু ক্লিক করলেই কাজ হবে। সাইজ মাত্র 340 KB ডাউনলোড করুন এখান থেকে। তারপর ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে।
এবার Browse করে দেখিয়ে দিন আপনি কোন ড্রাইভটিতে Empty Folder দেখতে চান এবং Find এ ক্লিক করুন। দেখুন সার্চ হচ্ছে। সার্চ শেষে নিচের চিত্রের মত পাবেন।
দেখুন আপনি যে ড্রাইভটি চেক করেছেন, তাতে Empty Folder থাকলে দেখা যাবে। যদি আপনি তা ডিলেট করতে চান তবে টিক চিহ্ন দিন এবং ডিলেট এ ক্লিক করুন এবং Yeas করুন। দেখুন Empty Folder গুলি সব ডিলেট হয়ে গেছে। আজ এ পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন