মনে করুন আপনি ১ নং রোতে যথাক্রমে January, February……..December লিখেছেন । হঠাৎ চিন্তা করলেন যে লেখাগুলো Row তে না হয়ে Column এ হলে ভাল হতো । এখন কি আপনি আবার কলামে লেখা শুরু করবেন ? না তা আর দরকার নাই, শুধু একটু লক্ষ্য করুন।
১। প্রথমে কপি করুন লেখাগুলো যা আপনি Row তে লিখেছিলেন।
২। এবার যে কলামে রাখতে চান; তার উপর রাইট বাটন ক্লিক করে Paste Special ক্লিক করুন
৩। সবশেষে Transpose চেক বক্সে টিক দিয়ে Ok করুন।
ব্যাস আপনার কাজ শেষ । ধন্যবাদ সবাইকে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন