আসসালামু আলাইকুম

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

Speedy Torrent Download পর্ব ১: কীভাবে টরেন্ট ফাইল IDM দিয়ে Download করবেন?

আমার প্রথম পোস্ট এ আমি টরেন্ট নিয়ে যতটুকু জানি তাই শেয়ার করেছি http://www.pchelplinebd.com/?p=27409 ইচ্ছা করলে দেখতে পারেন । অনেকে হয়তো টরেন্ট এর স্পীড দেখে টরেন্ট দিয়ে Download এর ইচছা হারিয়ে ফেলেছেন ।যে ভাইরা টরেন্ট এর স্পীড দেখে বিরক্ত তাদেরকে বলছি আমি আছি আপনাদের জন্য । Speedy Torrent Download নিয়ে মোট তিনটি পোস্ট করার ইচ্ছা আছে তারই আজ দিলাম প্রথম পর্ব । এবার শুরু করি-

প্রথমে এই http://torrific.com/ লিঙ্ক এ যান সেখানে সাইন আপ করেন । ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিলেই হবে কোন activation লাগবেনা । তারপর কোন টরেন্ট সাইট এ যান, আমার পছন্দ http://thepiratebay.org/

এখানে আপনার পছন্দের জিনিসটি সার্চ দিন, আমি একটি ছিনেমা সার্চ দিলাম The Sorcerer And The White Snake 2011 720p তারপর নিচের মত আসবে


আমি দুই নাম্বর লিঙ্ক (লাল দাগ) এ ক্লিক করলাম কারন এর seeder ও lecher বেশি । এরপর নিচের মত আসবে

লাল দাগ দেওয়া জায়গায় mouse দিয়ে right click করুন । এরপর নিচেরে মত আসবে

এবার copy link location এ ক্লিক করুন তারপর http://torrific.com/ এ গিয়ে sign in করে সেখানে সার্চ এর ফাকা জায়গায় ( ১ নং ) paste করুন এবং get এ ক্লিক করুন নিচের মত আসবে
তারপর initiate bittorrent transmission(২ নং) ক্লিক করুন এরপর নিচের মত আসবে
এবার লাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন অথবা আপনার যে যে ফাইল আপনি দরকার সেটা সেটা download করুন আর মজা নেন । নিচের মত হবে

Start Download এ ঘুতা মারেন, তারপর বাকিটা আপনি নিজে বুজবেন । পড়ার জন্য ধন্যবাদ । দোয়া করবেন আমার জন্য ।

বিঃ দ্রঃ এই সিস্টেম এর কিছু সীমাবদ্ধতা আছে তার মধ্যে একটি হল টরেন্ট সফটওয়্যার দিয়ে সব ধরনের টরেন্ট ফাইল নামান যায় কিন্তু এখানে সব পাবেন না ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More