বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবার শুরুতে পরুম করুনাময় আল্লাহ্র নাম স্মরণ করছি।
আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু, আশা করি সবাই আল্লাহ্র অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন।
আজকে আপনাদের আমি একটি টিপস শেয়ার করবো যা আপনাদের পিসি এর জন্য অনেক উপকারী হবে। আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো তা হল USB DISK EJECT। আমরা আমাদের কম্পিউটারের জন্য নানারকম দরকারি জিনিস যেমনঃ পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই জানি না, পেন ড্রাইভ, কার্ড রিডার ও মডেম এর ব্যবহারের শেষে এটিকে সরাসরিভাবে ভাবে না খুলে এটিকে বিশেষ পদ্ধতির মাধ্যমে Disable করে নিয়ে তারপর এটিকে খুলতে হয়। এই সফটওয়্যারটিতে আপনি একটি ক্লিক এর মাধ্যমে আপনি আপনার ইউএসবি পোর্টকে সহজেই মাত্র একটি ক্লিকে Enable বা Disable করতে পারবেন। Disable করার পর আপনি আপনার পেন ড্রাইভ নিরাপদে খোলার মাধ্যমে আপনার ইউএসবি পোর্টকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপনি আপনার ইউএসবিকে কেন নিয়ন্ত্রণ করবেন?
অবশ্যই আপনি আপনার ইউএসবি পোর্টকে নিয়ন্ত্রণ করবেন। পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি ব্যবহারের শেষে আপনি এটিকে এই সফটওয়্যার এর সাহায্যে disable করবেন। ইউএসবি পোর্টকে যদি নিয়ন্ত্রণ না করলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ
১.আপনার পেন ড্রাইভটি অতিরিক্ত খোলা বা বন্ধ করলে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে হ্যাং করতে পারে যা আপনার মূল্যবান কাজকে বাধাগ্রস্থ করবে।
২. মাঝে মাঝে আপনার পেন ড্রাইভটি সম্পুরনভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। এতে আপনি বিরক্ত হতে পারেন।
৩. আপনার পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি যেকোনো সময়ে নষ্ট হয়ে যেতে পারে ।
এসব দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই এই ছোট্ট সফটওয়্যারটি ব্যবহার করি
ধন্যবাদ আপনাদের আমার মূল্যবান পোস্টটি পরার জন্য।
এই সফটওয়্যারটির যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করা ভুলবেন না।
ডাউনলোড লিঙ্কঃ
http://www.loadly.com/fh63fgg050yb/Usb_Disk_Ejector1.2_Beta_By_Shah_MD._Salim.rar
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। খোদা হাফেজ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন