আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

সিকুরিটি এখন তুঙ্গেঃ পাসওয়ার্ড প্রটেক্টেড ই-মেইল করুন

অনেকদিন পরে ইন্টারনেট এ ফিরে আসলাম। আছেন কেমন সবাই? ভাব্লাম অনেকদিন যাবত পোস্ট করি নাই তাই ছোট একটি পোস্ট করে ফেলি এই ফাকে। যাই হক, আজকে দেখাবো কিভাবে আপনার বেক্তিগত সুরক্ষার জন্য আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড ই-মেইল ব্যবহার করতে পারবেন । মনে করুন আপনি যাকে মেইল করবেন সে যে আপনার পাস ওয়ার্ড ছাড়া সেই মেইলটি না পরতে পারে। যখন সে আপনার দেয়া পাস ওয়ার্ড টি দিবে তখন সে মেইল পরতে পারবে। আবার হতে পারে আপনি চাইছেন আপনার খুব দরকারি কোন জিনিস আপনি লক করে রাখবেন ই মেইলের মাঝে এটাচ করে সেতাও করতে পারবেন। এছারাও নানান কারনে এটি আপনার দরকার হবেই আমি সিউর।

১। প্রথমে এখানে যাবেন

২। নিচের ছবির মত একটি ফর্ম দেখতে পারবেন যেখানে যা দেখছেন সেই ইনফর্মেশন গুলো দিয়ে মেসেজ সেন্ড করে দিন।


৩। সাবমিটে ক্লিক করলেই আপনার মেসেজ টি সেন্ড হয়ে যাবে।

৪। তারপর যার কাছে মেইল করবেন তার কাছে একটি লিংক যাবে সেই লিংক এ ক্লিক করলে নিচের ছবির মত আসবে।মানে যতখন আপনি আপনার নিরদ্রিশট পাসওয়ার্ড টি না দিবেন তখন এই মেইল টি কেউ খুলতে পারবে না পড়তে পারবে না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More