আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

ক্যাপচ সলভিং জব ও কিছু কথা।(আপডেট)

অনেক দিন পর টিজেতে পোস্ট করছি, কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে খুব কৌতুহলী। আর এজন্যই কয়েকটি সাইটে রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি।

এভাবে একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পাই ক্যাপচা সলভ সম্পর্কে।আমি তো মহা খুশি। কাজ পেয়েছি, কাজ কর শুরু করলাম। একে একে ৫k সলভ করলাম।

কিন্তু পেমেন্ট পেলাম না, বুঝলাম ধরা খেয়েছি। তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না।

পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অজোগ্যতার কারনেই। কাজ না পেলেও যা জেনেছি যা শিখেছি তা অনেক!!!!!।

তবে আমি আশা করি এই পোস্ট পড়ার পরে কউ এই ধরনের প্রতারনায় ধরা দিবেন না।

তবে হ্যা, যারা এই ধরনের যারা কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। এটি কোন বায়ার হতে প্রাপ্ত নয়, গুগোল সার্চ করে পেয়েছি।

সুবিধা:

১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট

২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট

৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট

৪. রেফারেল সুবিধা

৫. সাপোর্ট Alertpay, paypal

৬. সার্ভার = ফাস্ট

৭. সাপোর্ট multiple account.

৮. ১০০% পে আউট গ্যরান্টি.

তাই দেরি না করে সাইন আপ করুন

এখানে!!!

এর সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট পাইনি। তাই ট্রাই করতে পারেন।

আর হয়তো বা পোস্টটি ভালো করে সাজাতে পারিনি বা ভাল হয়নি। যা-ই মনে করেন। কিন্তু কোন ব্যাড কমেন্ট করবেন না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More