আসসালামু আলাইকুম

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

খুব সহজে তৈরী করুন ওয়েবসাইট সাথে ফ্রী হোস্টিং

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি সবার সাথে শেয়ার করব কীভাবে আপনি খুব সহজে একটি ফ্রী ওয়েবসাইট তৈরী করতে পারবেন। এর জন্য আপনাকে কিছুই করা লাগবে শুধু একটু ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়তে হবে আর এই অনুসারে কাজ করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক।
১. প্রথমেই এই লিঙ্কে যান এবং ডানপাশের Sign up বাটনটিতে ক্লিক করুন।
২. এখানে আপনি আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিন। আর ডোমেইন নেম যদি আপনার আগে থেকেই থাকে তবে তা “I want to host my own domain (domain must be registered already)” এই খালি ঘরে লিখুন। আর যদি না থাকে তবে “or, I will choose your free subdomain (recommended)” এখানে আপনার ইচ্ছেমত একটি নাম দিয়ে সাবডোমেইন তৈরী করে নিন।
*** যদি আপনি নিজস্ব ডোমেইন নেম ব্যবহার করেন। তবে আপনাকে ডোমেইনের একটু পরিবর্তন আনতে হবে।
ডোমেইনের কন্ট্রোল প্যানেলে গিয়ে Name Server এর স্থানে “ns01.000webhost.com” এবং “ns02.000webhost.com” দিয়ে দিন।
*** ফ্রীতে ডোমেইন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
৩. এবার ক্যাপচাটি খালিঘরে লিখুন এবং “I agree to Terms Of Service” এখানে টিক দিন এবং Create my account এ ক্লিক করুন।
৪. এবার আপনার ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল পাঠানো হবে সেটি কনফার্ম করুন।
৫. তারপর আপনার একাউন্টের তথ্য দিয়ে অর্থ্যাৎ ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৬. এখন আপনার ডোমেইনের পাশে দেখবেন Go To CPanel এ ক্লিক করুন।
৭. তারপর File Manager এ ক্লিক করে আপনার FTP একাউন্টে লগিন করুন।
***আপনার একাউন্টের পাসওয়ার্ড আর এফটিপি একাউন্টের পাসওয়ার্ড একই।
৮. সেখান থেকে Public_html এ যান তারপর Upload এ ক্লিক করে আপনার ওয়েবসাইটের ফাইলটি .zip বা অনুরুপ কোনো ফাইলের আকারে “Archives (zip, tar, tgz, gz)
Archives entered here will be decompressed, and the files inside will be transferred to the FTP server.”
এখানে ব্রাউজ করে সিলেক্ট করে দিন। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন। মানে আপলোড হতে যতক্ষন লাগে আরকি।
***ফ্রীতে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরী করতে এখানে গিয়ে ডাউনলোড সেকশনে ক্লিক করে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিন।
৯. তারপর আপনার সিপ্যানেলে MySQL এ ক্লিক করে একটি ডাটাবেজ তৈরী করে নিন।
১০. তারপর আপনার ওয়েবসাইটে যান। যদি ওয়ার্ডপ্রেস ইন্সটল করে থাকেন তবে WordPress Installation এর জন্য একটি পেজ হবে। সেখানে আপনার ডাটাবেজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিন এবং হোস্ট এ localhost এর বদলে আপনার হোস্টিং এড্রেস দিন।
***আপনার হোস্টিং এড্রেস পাবেন আপনার একাউন্টের ইনফর্মেশনের Server Name এ।
১১. তারপর সব কাজ শেষ হলে আপনার ওয়ার্ডপ্রেস একাউন্টে লগিন করে আপনার ইচ্ছেমত সাজিয়ে নিন আপনার ওয়েবসাইট।
আশা করি সকলেই পারবেন। যদি কোনো সমস্যা হয় তবে মন্ত্যব্যে জানাবেন। আমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকায় কোনো স্ক্রিনশট দিতে পারলাম না। এতে আমি খুবই দুঃখিত।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More