আসসালামু আলাইকুম

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

বদলে দিন আপনার পিসির পারফরম্যান্স

উইন্ডোজ সেভেনের এক্সপেরিয়েন্স ইনডেক্স বা পারফরম্যান্স নাম্বারিং সিস্টেমের সাথে অনেকেরই পরিচয় আছে। এটি ১.০ থেকে ৭.৯ স্কেলে আমার কম্পিউটারের প্রসেসর, RAM, গ্রাফিক্স, গেমিং এবং হার্ডডিস্কের মানকে ইনডেক্স করে সেটি মাই কম্পিউটারের প্রোপার্টিজে দেখায়। নিজের প্রিয় পিসির স্কোর কম দেখালে আমার মতো অনেক কম্পিউটার পাগলের মন কিছুটা খারাপ হয় বৈকি! আর ব্যাপারটা যখন হয় বন্ধুদের দেখাবার জিনিস, তখন তো এটা রীতিমতো মান-সন্মানের বিষয়। আজকে তাই এই এক্সপেরিয়েন্স ইনডেক্স-এর ডাটাকে কিভাবে নিজের মতোর করে লিখা যায় সেই উপায় শেখাবো আপনাদের।

* প্রথমেই নিচের লোকেশনে যান-

C:\Windows\Performance\WinSAT\DataStore।

সেখানে যদি একাধিক ফাইল দেখেন তাহলে সবচেয়ে নতুন ফাইলটি নির্বাচন করুন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার টার্গেট ফাইল নেমে নিচের শব্দটি অবশ্যই থাকবে-

Formal.Assessment (Initial).WinSAT

* এবারে ফাইলটি নোটপ্যাড নিয়ে ওপেন করুন। তারপর এডিট> ফাইন্ড-এ গিয়ে ‘WinSPR’ লিখে সার্চ দিন।

* ‘WinSPR’ এর পরবর্তী লাইনগুলাই আপনার স্কোর নির্দেশ করছে। এবারে ৭.৯ বা তার নিচের যেকোনো ভ্যালু লিখে সেভ করে দিলেই কেল্লা ফতে! আবার অরিজিনাল স্কোর দেখতে হলে এক্সপেরিয়েন্স ইনডেক্স-এ গিয়ে রি-রান এসেসমেন্ট দিলেই হবে।

পূর্বে এখানে প্রকাশিত

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More