মাঝে মাঝে আমাদের কম্পিউটারের RUN, Task Manager, Folder Option, Control Panel ইত্যাদি disable হয়ে যায় । আজ আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো যার মাধ্যমে আপনি disable হয়ে যাওয়া এসব option/program কিভাবে Enable করবেন । এর মাধ্যমে নিমোক্ত program-গুলো Enable করতে পারবেন :-
1. Run option
2. Task manager
3. Folder option
4. Search option
5. Command prompt
6. Control pannel
7. System restore option
8. Unhide Drive which are hide
9. MS Config option
10. Regedit
11. My Computer etc.
যেভাবে করবেন :-
1. প্রথমেএখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন ।
Download Link
2. Extract করুন ।
3. .exe ফাইলটি ওপেন করুন যা দেখতে নিচের ছবির মত হবে ।
4. এবার Enable করুন যেগুলো disable হয়েছে ।
5. কম্পিউটার একবার রিস্টার্ট দেন । আপনার কাজ শেষ । disable হয়ে যাওয়া programগুলো Enable হয়ে গেছে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন