সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশা করি ভালো আছেন। মনে করুন আপনি একটি সফটওয়ার ডাউনলোড করছেন এবং এটি করতে আনুমানিক সময় লাগবে 30 মিনিট, কিন্তু হঠাত আপনাকে গুরুত্বপূর্ণ একটি কাজে বাইরে যেতে হবে এবং আপনি 3 ঘন্টার আগে ফিরতে পারবেন না, তাহলে? তাহলে কি আপনি সেই 3 ঘন্টা কম্পিউটার চালু করে রেখে যাবেন? না যাবেন না আর এই কাজ করার জন্য আমরা অনেকে অনেক রকম সফটওয়ার ব্যবহার করি। তাই আজ আসুন আমরা আমাদের এই প্রিয় জিনিষটি নিজেই তৈরী করি।
প্রথমে আপনি নিচের কোড গুলো কপি করে নোটপ্যাডে .bat (extension) দিয়ে সেভ করুন।
@echo off
title Auto Shutdown Timer
color 0b
cls
echo _-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
echo Talha amin
echo Designed by Talha amin
echo 01916 162333,01737 161066
echo —————————–
echo.
echo Enter your desired remaining time and press ENTER
echo.
echo ******************************
echo Your desired time should be 0 to 5256000 minutes)
echo ******************************
echo.
set /p uT=Remaining time to shutdown (in minutes):
set /a aT=%uT%*60
shutdown /s /f /t %aT%
msg * Your computer will turned off after %uT% minutes (%aT% seconds)!!
Exit
এবার আপনার সেভ করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন তাহলে আপনি কত মিনিট পরে কম্পিউটার বন্ধ করতে চান সেই সময় চাইবে সেখানে আপনার নির্দিষ্ট সময় লিখে এন্টার চাপুন ব্যাস আপনার বেধে দেওয়া সময়ে বন্ধ হবে আপনার কম্পিউটার। সকলকে ধন্যবাদ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন