আমরা অনেকেই মোবাইলে বিভিন্ন গান/মুভি/ভিডিও ফাইল লোড করি। এর জন্য বিভিন্ন ধরণের ভিডিও কনভার্টার সফটওয়্যার ব্যবহার করি। এদের মধ্যে আমার মতে সবচেয়ে ভাল একটি কনভার্টার সফটওয়্যার হল “অল ইন ওয়ান মোবাইল ভিডিও কনভার্টার ’’। এই সফটওয়্যারটির বৈশিষ্ট্য এতে বিভিন্ন রকম মোবাইলের ভিডিও (যেমন, এম.পি ৪, থ্রি.জি.পি, এ.ভি.আই ইত্যাদি) ফরমেটের সুবিধা অটোমেটিক্যালি যুক্ত আছে। এর মানে আপনি শুধু আপনার মোবাইল মডেল টি নির্বাচন করবেন তারপর সফটওয়্যারটি নিজে নিজেই আপনার সেটের জন্য ভিডিও ফরমেটে কনভার্ট করে নিবে।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৪.৫০ এম.বি। এর সাথে একটি রেজিষ্টেশন ফাইল দেওয়া আছে। সফটওয়্যারটি ইনষ্টল এর পর রেজিষ্টেশন ফাইলে ক্লিক করে ফুল ভার্সনটি একটিভ করে নিবেন।
এখন আমি দেখাচ্ছি যে কিভাবে সফটওয়্যারটি ইনষ্টল থেকে কনভার্ট করবেন।
ডাউনলোড এবং ইনষ্টলেশনঃ
১। প্রথমে উল্লেখিত লিংক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২। জিপ ফাইল টি আনজিপ করুন।
৩। স্বাভাবিক নিয়মে সফটওয়্যারটি পিসিতে ইনষ্টল করুন।
৪। এবার ডাউনলোড কৃত ফোল্ডারে Reg.File এ ডাবল ক্লিক করে ওকে বাটনে চেপে ফুল ভার্সনটি একটিভ করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন