ধরুন মেমোরি কার্ড এ পাসওয়ার্ড দিলেন, কদিন পর তা ভুলে গেলেন, তখন কি করবেন? তখন পাসওয়ার্ড টি দূর করতে পাসওয়ার্ড রিমুভেবল
কার্ড রিডার এ লাগিয়ে তা রিমুভ করা ছাড়া আর কোন উপায় থাকে না। আজ আমি এমন একটি পদ্ধতি শিখয়ে দিব যা দিয়ে আপনি নিজে পাস ওয়ার্ড দূর করতে
পারবেন তা ও আবার আপনার মোবাইল দিয়ে। এর জন্য দরকার পরবে ১টি symbian s60-3rd edition (e63, 71 ইত্যাদি) এর মোবাইল। প্রথম এ মেমোরি কার্ড টি একটি symbian মোবাইল এ প্রবেশ করান।
এরপর menu-তে গিয়ে memory card menu-তে যান। এর পর মেমরি কার্ড এর উপর গিয়ে option এ যান, এবং format এ click করুন। ব্যাস দেখুন এবার আপনার মেমরি কার্ড টি formate হয়ে গেছে।
এর পর কার্ড টি আপনার মোবাইল এ লাগিয়ে ব্যবহার করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন