আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।আজ আমি আপনাদের দেখাব কি করে WIN7 এর অ্যাডমিনিস্ট্রেটরের user ছারা অন্য যে কোন users থেকে internet connection বিচ্ছিন্ন করবেন।
প্রথমে Search গিয়ে gpedit.msc টাইপ করেন এবং gpedit.msc ক্লিক করুন।
তা অপেন হওয়ার পর দেখাবে কম্পিউটার কনফিগারেশন ও ব্যবহারকারীর কনফিগারেশন আপনি ব্যবহারকারীর কনফিগারেশন ক্লিক করুন।
তারপর Administrative Templates→Network→ এখন, find Prohibit access to properties of components of a LAN connection setting, right ক্লিক করে Edit option ক্লিক করুন।
তারপর select Enabled button click OK.
তারপর আপনি যুদি চান Properties options hide করে দিতে তাও আপনি পারবেনা
আপনাকে যা করতে হবে Prohibit access to properties of a LAN connection গিয়ে select Enabled button click OK.
তার পর যখন অন্য কোন user কম্পিউটার অপেন করবে আর properties click করবে এরকোম ম্যাসেজ আসবে
আর যখন Properties options hide করে দিবেন তা হলেত আর কথাই নেই।
কাজ শেষ নাকে তেল দিয়ে ঘুমান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন